শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
অনেকসময় বয়স পঞ্চাশ পার করা নারীকে দেখে মনে হয় এখনও ত্রিশ বছরের তরুণী। আবার কখনো কখনো ত্রিশের কোটায় থাকা নারীকে মনে হয় মধ্যবয়স্কা। এর পেছনে দায়ী ত্বক। ত্বকের বয়সের ছাপের কারণে অনেককে বেশি বয়সী লাগে। আবার ঠিকমতো যত্ন নিলে অনেক বয়সেই টান টান ত্বকের অধিকারী হওয়া যায়।
রূপচর্চা, সঠিক ডায়েটের অভাব হলে অকালে বুড়িয়ে যেতে পারেন যেকেউ। আরও একটি কারণে ত্বকে বলিরেখা পড়ে। সেটি হলো কোলাজেন প্রোটিনের ঘাটতি। এই প্রোটিনের অভাবে ত্বক কুঁচকে যায়, বলিরেখা পড়তে শুরু করে।
কোলাজেন কী?
কোলাজেন এমন একটি প্রোটিন, যা ত্বক ও চুলের গঠনে বিশেষ ভূমিকা রাখে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেনের ঘাটতি শুরু হয়। এছাড়াও অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, দূষণ, ধূমপানের অভ্যাস ইত্যাদি এই প্রোটিন উৎপাদনের হার আরও কমিয়ে দেয়। ফলস্বরূপ, অকালেই চেহারা বুড়িয়ে যায়, চামড়া ঝুলে যায়, বলিরেখা ফুটে ওঠে। হারিয়ে যায় ত্বকের জেল্লা।
অনেকে কোলাজেনের ঘাটতি মেটাতে অ্যান্টি-এজিং চিকিৎসা করান। কেউবা মুখে মাখেন কোলাজেন সমৃদ্ধ ক্রিম। তবে এগুলো ব্যয়সাপেক্ষ। তারচেয়ে বরং ভরসা রাখতে পারেন ঘরে তৈরি বিশেষ পানীয়তে।
কোলাজেন সমৃদ্ধ পানীয় কীভাবে তৈরি করবেন
উপকরণ
কুমড়োর বীজ (এতে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক, যা কোলাজেন তৈরিতে বিশেষ ভূমিকা নিতে পারে)
নারকেল (এটি স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ, যা ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারি)
খেজুর (ভিটামিন ও বিভিন্ন রকম খনিজে পূর্ণ এই উপাদানটি ত্বকের জন্য স্বাস্থ্যকর)
সূর্যমুখীর বীজ (এটি ভিটামিন ই-তে ভরপুর। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করবে এই বীজ)
এক কাপ পানিতে এক চামচ কুমড়োর বীজ, এক চামচ কোড়ানো নারকেল, ২টি খেজুর এবং এক চামচ সূর্যমুখীর বীজ নিন। এসব উপাদান ভালো করে ব্লেন্ড করে নিন। প্রতিদিন নিয়ম করে এই পানীয় পান করুন
আর কী থেকে পাবেন কোলাজেন?
কোলাজেনের জন্য গ্লাইসিন ও প্রোলিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড খুব জরুরি। পরিমাণমতো মাংস, দুধ, দুগ্ধজাত পণ্য, ডাল, সয়াবিন, বাদাম বা তিল খাদ্যতালিকায় রাখতে পারেন। কোলাজেনের আর একটি উৎস হলো হাইড্রক্সিপ্রোলিন। আর তা বৃদ্ধির চাবিকাঠি রয়েছে ভিটামিন সি সমৃদ্ধ খাবারে। তাই খাদ্যতালিকায় রাখুন আমলকি, পেঁপে, পেয়ারা, লেবু, আঙুর, ক্যাপসিকাম, আলু, করলার মতো ফল ও সবজি।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)