মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
কোনো দৃশ্য বা চোখের সামনে দৃশ্যমান কিছুকে যখন ক্যামেরার শাটারের মাধ্যমে ধারণ করা হয় তখন সেটি হয়ে যায় ছবি বা স্থিরচিত্র। ছবি তুলতে কে না ভালোবাসেন? কেউ প্রকৃতিকে করেন ক্যামেরাবন্দি, কেউবা মানুষকে। কেউ খুঁজে বেড়ান মুহূর্ত, কেউ নীরবতা। ছবি তোলার ব্যাপারটি কারো কারো মুহূর্ত জমানোর মাধ্যম। আবার কারো কাছে এটিই পেশা।
কারণ যাই হোক, আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন তাহলে আজকের দিনটি আপনার। বিশ্ব আলোকচিত্র দিবস (World Photography Day) আজ। ১৮৩৯ সালের ১৯ আগস্ট ফরাসি সরকার দিনটিকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বজুড়ে প্রতিবছর নানা অনুষ্ঠানিকতার মাধ্যমে দিনটি উদযাপিত হয়।
১৮৩৭ সালে ফরাসি উদ্ভাবক নাইসফোর নিপেক ও লুইস ড্যাগুইর মিলে ড্যাগুরে টাইপ ফটোগ্রাফিক সিস্টেম আবিষ্কার করেন। এই উপায়ের নাম ড্যাগুইররিয়ো টাইপ। বিজ্ঞানী লুইস ড্যাগুইর সর্বপ্রথম ছবি তোলার ব্যবহারিক এ উপায় আবিষ্কার করেন। তার নামানুসারেই পরবর্তীতে এই উপায়ের নাম দেওয়া হয় ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি। ১৮৩৯ সালের ১৯ আগস্ট ফরাসি সরকার এটিকে স্বীকৃতি দেয়।
ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি মুক্তির বিশেষ দিনটি স্মরণে প্রতিবছর ১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপিত হয়। ফটোগ্রাফির অগ্রযাত্রায় যারা অবদান রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় দিবসটিতে।
নানা কর্মসূচিতে সারাবিশ্বের মতো বাংলাদেশের বিভিন্ন আলোকচিত্র সংগঠনও দিবসটি উদযাপন করে। এবারের আলোকচিত্র দিবসের থিম- আমার প্রিয় ছবি (My Favorite Photo)। এই থিমের মাধ্যমে সবাই একটি করে ছবি প্রকাশ করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে যে ছবিটি তার কাছে ভীষণ মূল্যবান। হতে পারে সেটি ব্যক্তিগত স্মৃতি, কোনো ভ্রমণ অভিজ্ঞতা কিংবা প্রাকৃতিক কিছু।
তাহলে আর দেরি কেন, নিজের পছন্দের ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আজকের দিনটি উদযাপন করুন। আর নতুন কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে ফেলুন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)