রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
প্রেম মানে না বয়স, ধর্ম, জাত। কে কখন কার প্রেমে পড়ে যায় তা বলা মুশকিল। তবুও কোনো নারী যদি বয়স্ক পুরুষের প্রেমে পড়েন কিংবা বিয়ে করেন তা নিয়ে চলে নানা চর্চা। বলিউডের অনেক তারকাই অসম প্রেম করেছেন, বিয়ের পিঁড়িতেও বসেছেন। কেবল তারকা নয়, এই তালিকায় আছে সাধারণ মানুষও।
অসমবয়সি প্রেম নিয়ে নানা চর্চা হতেই থাকে। প্রেমের সম্পর্ককে কোনো অঙ্কে বাঁধা যায় না। বয়স্ক পুরুষের প্রেমে পড়া নিয়ে দেশ-বিদেশে নানা গবেষণা হয়েছে। সম্প্রতি ‘ইভলিউশনারি সাইকোলজি’ পত্রিকায় একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়েছে। এতে উঠে এসেছে কম বয়সী নারীরা কেন বেশি বয়সী পুরুষের প্রেমে পড়েন তার নানা কারণ। সেগুলি কী?
আস্থা:
অনেক নারীই বয়সে তরুণ প্রেমিক থেকে আঘাত পেয়ে থাকেন। এই মানসিক আঘাত দূর করতে তাদের মনে বয়স্ক পুরুষের প্রেমে পড়ার প্রবণতা তৈরি হয়। নতুন করে তারা আর কমবয়সী কারো প্রতি আস্থা রাখতে পারেন না। সেজন্যই বয়স্ক কাউকেই সঙ্গী হিসেবে নির্বাচন করেন।
স্থিরতা:
সমীক্ষা বলছে, তরুণদের সঙ্গে সম্পর্কে জড়ালে তাদের অনেকের মধ্যেই সঙ্গী বদলানোর প্রবণতা লক্ষ করা যায়। ছোটোখাটো বিষয়ে সঙ্গীর সঙ্গে ঝগড়া করে সম্পর্ক ভেঙে দেন। অনেকেই সঙ্গীর থেকে এমন আচরণ আশা করেন না। তারা মনে করেন, প্রেমিক বয়সে অনেকটা বড় হলে অর্থাৎ বয়স্ক হলে তুচ্ছ ব্যাপার নিয়ে ব্যস্ত হবেন না। এমন সম্পর্ক স্বাচ্ছন্দ্যের হবে বলে মনে করেন নারীরা।
ম্যাচুরিটি:
বয়স্ক পুরুষরা জীবনে কী চান, সে বিষয় তাদের মনে স্পষ্ট ধারণা থাকে। এমনটাই মনে করেন অনেকে। সম্পর্কে জড়ানোর সময়ে তারা সঙ্গীর কাছে ঠিক কী চাইছেন, তা-ও স্পষ্ট করে জানিয়ে দেন। এই ম্যাচুরিটিই ভালোবাসেন অনেক নারী। তাই প্রেমিক বা স্বামী হিসেবে বেছে নেন বয়স্ক পুরুষকে।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)