শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২


ক্রিম চা রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫২

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

চা ছাড়া যেন দিন চলেই না। আর তাই চাপ্রেমী বাঙালিদের জন্য রোজ তৈরি হচ্ছে নানা স্বাদের চা। রঙ চা, দুধ চা কিংবা গ্রিন টি তো অনেক খাওয়া হলো। এবার বিলাসি কিছু হয়ে যায়। বানিয়ে ফেলুন ক্রিম চা। জানুন রেসিপি-

উপকরণ:

চা পাতা– ১ চা চামচ
পানি– ১ কাপ
দুধ– ১/২ কাপ
চিনি– ২ চা চামচ (স্বাদমতো)
হেভি ক্রিম বা ফ্রেশ ক্রিম– ২ টেবিল চামচ
ভ্যানিলা এসেন্স- কয়েক ফোঁটা (ইচ্ছা)

প্রণালি:

এক কাপ পানিতে চা পাতা দিয়ে ফুটিয়ে নিন। ফুটন্ত চায়ের মধ্যে দুধ ও চিনি দিয়ে ২–৩ মিনিট ফুটিয়ে নিন। চা ছেঁকে কাপের মধ্যে ঢেলে নিন।

ওপরে হেভি ক্রিম বা ফ্রেশ ক্রিম দিয়ে দিন। চাইলে হালকা নেড়ে নিতে পারেন, আবার লেয়ার আকারেও রাখতে পারেন। অতিরিক্ত ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স বা দারুচিনি গুঁড়া সামান্য ছিটিয়ে দিতে পারেন।গরম গরম ক্রিম চা উপভোগ করুন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৯ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৫ বিকেল
মাগরিব ০৫:১৪ সন্ধ্যা
এশা ০৬:৩০ রাত

শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫