সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১


ফেলে দেওয়া টি ব্যাগের যত ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:১৯ মে ২০২৪, ১৪:৫৫

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ব্যবহার করার পর বেশিরভাগ মানুষ টি ব্যাগ ফেলে দেন। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই, ব্যবহৃত টি ব্যাগ নানা কাজে লাগে। যেমন-

ক্লান্তি তাড়াতে

চা তৈরি শেষ হলে ব্যবহৃত অন্তত দুইটি টি ব্যাগ রেফ্রিজারেটরে তুলে রাখুন৷ অফিস থেকে ফিরে খুব ক্লান্ত লাগলে চোখের উপর ঠান্ডা টি-ব্যাগ দু’টো আলতো করে রাখুন৷ এতে চোখের ক্লান্তি, ফোলাভাব দূর হবে৷

কাটা-ছেঁড়ায় অ্যান্টিসেপটিক

অনেকসময় অবসাবধানতাবশত শরীরের বিভিন্ন স্থানে কেটে-ছড়ে যায়৷ এক্ষেত্রে কোনও কৃত্রিম অ্যান্টিসেপটিক ব্যবহার না করে ব্যবহৃত টি-ব্যাগ কাজে লাগাতে পারেন৷ ফ্রিজে রাখা টি-ব্যাগ কেটে যাওয়া চামড়ার উপর চেপে ধরে রাখলে রক্ত পড়া বন্ধ হবে৷ জ্বালাভাবও কমবে৷ চায়ে উপস্থিত অ্যান্টিঅক্সিড্যান্ট এক্ষেত্রে অ্যান্টিসেপটিকের কাজ করে৷

ব্রণের সমস্যা মেটাতে

অনেকেই ব্রণের সমস্যায় ভোগেন । বিশেষ করে টিনএজারদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়। নানা ধরনের ক্রিম থেকে শুরু করে ঘরোয়া নানা উপাদানেও অনেক সময় সমস্যার সমাধান হয় না৷ ব্রণ দূর করতে টি-ব্যাগ খুব কাজে লাগতে পারে৷ এক্ষেত্রে ত্বক ভালো করে পরিষ্কার করে তবেই ব্রণর উপর টি-ব্যাগ ঘষতে হবে৷ চায়ের উপাদানেই ব্রণের সমস্যা কমবে৷ এক্ষেত্রে গ্রিন টি-ব্যাগ হলে ভালো।

দুর্গন্ধ তাড়াতে

টি-ব্যাগ যে কোনও রকম গন্ধ তাড়াতে পারে৷ রান্নাঘরের মাছ বা রসুনের কড়া গন্ধ তাড়াতে টি-ব্যাগ ব্যবহার করা যেতে পারে৷ রেফ্রিজারেটরের দুর্গন্ধ কাটাতেও এটি ব্যবহার যায়। জুতায় দুর্গন্ধ হলে তা দূর করতে ব্যবহৃত টি ব্যাগ জুতার মধ্যে রাখুন।

বাসন ঝকঝকে করতে

টি-ব্যাগ দিয়ে বাসনকোসন ভালোভাবে পরিষ্কার করা যায়৷ বিশেষ করে সাবানে যাদের অ্যালার্জি আছে তারা টি-ব্যাগ দিয়েই কাজ চালাতে পারেন৷ কাচের গ্লাসের দাগ মুছে ফেলতেও এর জুড়ি নেই।

বাগানের পরিচর্যায়

যাদের বাগানের শখ আছে, তাদের কাছে টি-ব্যাগ আদর্শ৷ গাছের সার হিসেবে মাটি তৈরিতে টি-ব্যাগ ব্যবহার করতে পারেন৷ বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণের হাত থেকেও গাছ বাঁচায় এই টি-ব্যাগ৷

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩২ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৬ বিকেল
মাগরিব ০৬:০১ সন্ধ্যা
এশা ০৭:১৩ রাত

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪