রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২


‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেলেন ২৭ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৬ নভেম্বর ২০২৫, ১৭:২৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন ২৭ জন সাংবাদিক। বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর সঙ্গে যৌথভাবে এই অ্যাওয়ার্ডের আয়োজন করে ডিআরইউ।

রোববার (১৬ নভেম্বর) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদের চেয়ারম্যান কায়জার আহমেদ চৌধুরী, নগদের বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মোতাছিম বিল্লাহ, ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এসময় ডিআরইউর কার্যনির্বাহী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রিন্ট-অনলাইন এবং টেলিভিশিন-রেডিওদুই ভাগের বাইরে সব মিডিয়ার জন্য আরো উন্মুক্ত দুটি বিশেষ পুরস্কারসহ মোট তিন বিভাগ থেকে ১৪ ক্যাটাগরিতে ২৭ জন সাংবাদিক পুরস্কৃত হয়েছেন। প্রায় ৪ শতাধিক জমা হওয়া রিপোর্টের মধ্য থেকে যাচাই-বাছাই করে ২০২৫ সালের জন্য সেরা এই ২৭টি রিপোর্টারকে পুরস্কারের জন্য বাছাই করা হয়েছেবাছাই কমিটির জুরি বোর্ডে দায়িত্ব পালন করেন দেশের বিভিন্ন গণমাধ্যমের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিক। জুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ।

এ বছর শুরুতে ২৭টি পুরস্কার দেওয়ার কথা থাকলেও পরে সেটি ২৪টি করা হয়। এরমধ্যে দুটি ক্যাটাগরিতে যৌথভাবে ৪ জন সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন। আর একটি ক্যাটাগরিতে দুজনের করা একটি রিপোর্ট সেরা হয়েছে। ফলে ১৪ ক্যাটাগরিতে তিন বিভাগ থেকে মোট ২৭ জন সাংবাদিক পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

প্রিন্ট ও অনলাইন বিভাগ থেকে ১৪ ক্যাটাগরিতে মোট ১৬ জন পুরস্কৃত হয়েছে। রেডিও এবং টেলিভিশন বিভাগের ৮ ক্যাটাগরি থেকে ৯ জন সাংবাদিক পুরস্কৃত হয়েছে। আর সবার জন্য উন্মুক্ত মিডিয়া বিভাগ থেকে ২ ক্যাটাগরিতে দুইজন পুরস্কৃত হয়েছেন।

প্রিন্ট ও অনলাইন বিভাগ থেকে যারা পুরস্কার পেলেন

মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ক্যাটাগরিতে জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মাদ সালাহউদ্দিন জসিম, শিক্ষা ক্যাটাগরি থেকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান, স্বাস্থ্য ক্যাটাগরি থেকে ডেইলি সানের জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানি ক্যাটাগরি থেকে আমার দেশ পত্রিকার বিশেষ সংবাদদাতা এম এ মান্নান, অর্থনীতি ক্যাটাগরিতে (ব্যাংক-বিমা, শেয়ারবাজার) দৈনিক আমাদের সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক জিয়াদুল ইসলাম ও টিবিএসের নিজস্ব প্রতিবেদক শাখওয়াত প্রিন্স যৌথভাবে বিজয়ী হয়েছেন। অপরাধ ও আইন-শৃঙ্খলা ক্যাটাগরিতে দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক দীপন নন্দি ও জ্যেষ্ঠ প্রতিবেদক শরিফুল ইসলাম বিজয়ী নির্বাচিত হয়েছে।

এছাড়া, তথ্য ও প্রযুক্তি ক্যাটাগরিতে দৈনিক কালবেলার জ্যেষ্ঠ প্রতিবেদক হারুন উর রশিদ, রাজনীতি, প্রশাসন, বিচার ও নির্বাচন কমিশন ক্যাটাগরি থেকে দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সালেহ রনি, ক্রীড়া ক্যাটাগরি থেকে সকাল-সন্ধ্যা অনলাইন ডটকমের সহকারী ক্রীড়া সম্পাদক মো. রায়হানুর ইসলাম, কৃষি ও পরিবেশ ক্যাটাগরিতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক শাকওয়াত আলী, নারী, শিশু ও মানবাধিকার ক্যাটাগরি থেকে ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক জসীম উদ্দীন, সুশাসন ও দুর্নীতি ক্যাটাগরিতে দ্য ডেইলি সানের নিজস্ব প্রতিবেদক এহসান হক জসিম, নগরের সমস্যা ও সম্ভাবনা ক্যাটাগরিতে ডেইলি স্টারে জ্যেষ্ঠ প্রতিবেদক হেলিমুল আলী বিপ্লব এবং বৈদেশিক সম্পর্ক, কূটনীতি ও জনশক্তি ক্যাটাগরিতে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক বৈদেশিক ঋণ ক্যাটাগরি শামসুল হক মোহাম্মদ মিরাজ পুরস্কারপ্রাপ্ত হয়েছেন।

রেডিও এবং টেলিভিশন বিভাগের ৮ ক্যাটাগরি থেকে ৯ পুরস্কার

স্বাস্থ্য ও সেবা ক্যাটাগরি থেকে ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহ মোহাম্মদ রাশেদুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি ক্যাটাগরি থেকে মাছরাঙা টেলিভিশনের বিশেষ সংবাদদাতা আবু জাহেদ সেলিম, অর্থনীতি (ব্যাংক, বিমা, শেয়ারবাজার) ক্যাটাগরি থেকে যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আলমগীর হোসেন, অপরাধআইন শৃঙ্খলা ক্যাটাগরিতে ডিবিসি নিউজের বিশেষ সংবাদদাতা রাজিব ঘোষ, রাজনৈতিকপ্রশাসন ক্যাটাগরি থেকে চ্যানেল-২৪ এর জ্যেষ্ঠ প্রতিবেদক ইমদাদুল হক, কৃষিপরিবেশ ক্যাটাগরি থেকে যৌথভাবে ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক ইউসুফ আলী ও ৭১ টেলিভিশনের সুশান্ত সিনহা, নারী, শিশুমানবাধিকার ক্যাটাগরিতে ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি শাহনাজ শারমিন এবং সুশাসনদুর্নীতি ক্যাটাগরিতে বৈশাখী টেলিভিশনের বিশেষ সংবাদদাতা মেহেদী আজাদ মাসুম পুরস্কারপ্রাপ্ত হয়েছেন

উন্মুক্ত বিভাগে দুই ক্যাটাগরিতে ২ পুরস্কার

এছাড়া উন্মুক্ত মিডিয়া প্ল্যাটফর্ম বিভাগ থেকে পুরস্কারপ্রাপ্ত দুই সাংবাদিক হলেন- ডেইলি সানের জ্যেষ্ঠ প্রতিবেদক মৌসুমী ইসলাম এবং দৈনিক রুপালি বাংলাদেশ থেকে হাসানুল আরিফ।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৪ ভোর
যোহর ১১:৪৩ দুপুর
আছর ০৩:৩৭ বিকেল
মাগরিব ০৫:১৬ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

রবিবার ১৬ নভেম্বর ২০২৫