মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১


পর্যবেক্ষক পাঠায়নি কানাডা, জানাল হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৮ জানুয়ারী ২০২৪, ১৮:০৯

ঢাকায় কানাডিয়ান হাইকমিশন। (ফাইল ছবি)

ঢাকায় কানাডিয়ান হাইকমিশন। (ফাইল ছবি)

এবারের নির্বাচনে কানাডা কোনো পর্যবেক্ষক পাঠায়নি বলে জানিয়েছে ঢাকায় দেশটির হাইকমিশন। কানাডার আইনপ্রণেতা পরিচয়ে নির্বাচন পর্যবেক্ষণের পর যে দুজন বক্তব্য দিয়েছেন তাদের সঙ্গে দেশটির কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) মাইক্রোব্লগিং সাইট এক্স-এ (সাবেক টুইটার) বিবৃতি দিয়ে বিষয়টি জানায় ঢাকায় কানাডার হাইকমিশন।

বিবৃতিতে হাইকমিশন বলেছে, ‘বাংলাদেশে ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কানাডা সরকার কোনো নির্বাচণ পর্যবেক্ষক প্রেরণ করেনি। পর্যবেক্ষক হিসেবে চিহ্নিত কানাডিয়ান নাগরিকদ্বয় স্বতন্ত্রভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। নির্বাচন বিষয়ে তাদের প্রদত্ত মতামতের সঙ্গে কানাডা সরকারের সংশ্লিষ্টতা নেই।’

সরকার ও নির্বাচন কমিশনের আমন্ত্রণে ভোট পর্যবেক্ষণ করতে এবার বেশ কয়েকটি দেশের পর্যবেক্ষক এসেছেন। এর মধ্যে কানাডার দুই পার্লামেন্ট সদস্য চন্দ্রকান্ত আরিয়া ও ভিক্টর ওহও রয়েছেন। রোববার ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ঢাকার সোনারগাঁও হোটেলে নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা তুলে ধরেন এই দুজন। নির্বাচনের পরিবেশ নিয়ে তারা ভূয়সী প্রশংসা করেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:২০ বিকেল
মাগরিব ০৬:০৭ সন্ধ্যা
এশা ০৭:২০ রাত

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪