বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১


জননিরাপত্তার সাইফুল দুদক চেয়ারম্যানের নতুন পিএস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১১ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৬

ফাইল ছবি

ফাইল ছবি

জননিরাপত্তা বিভাগের সচিবের একান্ত সচিব (পিএস) এ কে এম সাইফুল আলমকে বদলি করা হয়েছে। জননিরাপত্তা বিভাগ থেকে বদলি করে তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

নতুন একান্ত সচিব সদ্য নিয়োগ হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে কাজ করবেন। আজ বিকেলে নতুন চেয়ারম্যানসহ অপর দুই কমিশনারের যোগদান করার কথা রয়েছে।

গতকাল দুদক চেয়ারম্যান হিসেবে ড. মোহাম্মদ আবদুল মোমেনকে এবং কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদকে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে জননিরাপত্তা বিভাগের উপসচিব ঈশিতা রনিকে বদলি করে দুদকের পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে পৃথক অপর এক আদেশে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বৃহঃস্পতিবার ৩ এপ্রিল ২০২৫