শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
ছবি সংগৃহীত
বিশৃঙ্খল পরিবেশ, হকার, পথশিশু এবং ছিন্নমূল মানুষের উৎপাতে বিরক্ত হয়েছেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা মানুষজন। জাতীয় গুরুত্বপূর্ণ এমন একটি বিশেষ দিবসের আয়োজন ঘিরে ঢিলেঢালা ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের গা-ছাড়াভাবে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
বেলা ১১টার আগেই স্মৃতিসৌধের বেদিতে দেওয়া ফুলের ডালা ভেঙে কাড়াকাড়ি করে নিয়ে যায় ছিন্নমূল মানুষজন। এছাড়া স্মৃতিসৌধে ফুল রাখার অস্থায়ী মঞ্চের ওপরও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শিশুদের।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত স্মৃতিসৌধে অবস্থান করে এমন চিত্রই চোখে পড়েছে।
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মূল বেদির ওপর অর্ধশতাধিক ছিন্নমূল মানুষ ও পথশিশুরা অবস্থান করছেন। আর কেউ শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে কাড়াকাড়ি করে ফুলের ডালা ভেঙে নিয়ে যাচ্ছেন। পুরো বেদি জুড়ে পড়ে আছে ভাঙা ফোমের টুকরা। এরমধ্যে আবার কিছু শিশু খোদ ফুল রাখার মঞ্চের ওপরে দাঁড়িয়ে আছে। এছাড়া স্মৃতিসৌধের উভয় পাশেই বসেছে ফুচকা, ঝালমুড়ির দোকান। এমন অবস্থায় কোনো কার্যকর ভূমিকা নিতে দেখা যায়নি দায়িত্বপালন করা পুলিশ সদস্যদেরও। আশপাশে বসে দাঁড়িয়ে এবং গল্প করেই সময় কাটাতে দেখা গেছে তাদের।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা মানুষজন। আব্দুল ওয়াদুদ নামের এক ব্যক্তি বলেন, আজকের এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। পরাজয় নিশ্চিত জেনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল। তাদেরকে স্মরণ করতেই বুদ্ধিজীবী দিবস। কিন্তু এখানে যা তা অবস্থা। ব্যবস্থাপনা আরও সুন্দর এবং ভালো হওয়া প্রয়োজন ছিল। এমনটি আমরা আশা করি নাই।
রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর মোহাম্মদ বলেন, অন্তত দুপুর পর্যন্ত সবকিছু ঠিকঠাক রাখা প্রয়োজন। কিন্তু পুরো এলাকার অব্যবস্থাপনায় ভরপুর হয়ে উঠেছে। বেদিতে একটি ফুলও নেই। এলাকা জুড়েই হকার ছড়িয়ে ছিটিয়ে আছে। জাতীয় গুরুত্বপূর্ণ একটি দিবস ঘিরে এমন ব্যবস্থাপনা হওয়া উচিত নয়।
অপরদিকে বিষয়টি নিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অবস্থান করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিএমপি মিরপুর জোনের ডিসি মোহাম্মদ মাকছেদুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)