শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১


অগ্নিকাণ্ড প্রতিরোধে কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:২৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ করেছে ফায়ার সার্ভিস। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কড়াইল বস্তির এরশাদ মাঠ থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করা হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সিনিয়র স্টাফ অফিসার(মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, শীতকালে অগ্নিকাণ্ড বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। অগ্নি প্রতিরোধের অংশ হিসেবে সচেতনতা বাড়াতে এ গণসংযোগ পরিচালনা করা হয়।

এ সময় ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন, সহকারী পরিচালক আনোয়ারুল হক, ঢাকার বিভিন্ন জোনের জোন প্রধান এবং অন্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উপপরিচালক, সহকারী পরিচালক ও অন্য কর্মকর্তা-কর্মচারীগণ কড়াইল বস্তির এরশাদ মাঠে উপস্থিত হয়ে বস্তিতে বসবাসকারী লোকজন একত্র করে অগ্নিকাণ্ডে করণীয় ও ফায়ার সার্ভিস আগুন নেভাতে আসলে কীভাবে সহযোগিতা করতে হবে সে সম্পর্কে তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

এরপর কর্মকর্তা-কর্মচারীগণ ১০টি টিমে ভাগ হয়ে বিভিন্ন গলিতে গমন করেন এবং বসবাসকারীদের অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে বর্ণনা করেন। এ সময় সবাইকে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে অবগত করা হয়।

গণসংযোগ বিষয়ে উপপরিচালক ছালেহ উদ্দিন বলেন, গণসংযোগ কার্যক্রম ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রতি শনিবার নিয়মিতভাবে করা হলেও শুধু শীতকালকে সামনে রেখে আমরা ব্যাপকভাবে এই গণসংযোগ কার্যক্রমটি পরিচালনা করছি। যাতে করে মানুষের মাঝে অগ্নিদুর্ঘটনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায় এবং দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

শুক্রবার ৪ এপ্রিল ২০২৫