শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১


সীমান্তে উত্তেজনা: জরুরি তলবে হাজির ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১২ জানুয়ারী ২০২৫, ১৬:৩৭

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে সীমান্তে বিরাজমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরি তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই তলবে সাড়া দিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ভারতীয় হাইকমিশনারকে মন্ত্রণালয়ে ঢুকতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে ব্রিফ করতেই এই তলব বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর আগে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শুরু করেছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে স্থানীয় জনগণের শক্ত অবস্থানের কারণে ভারত ওইসব স্থানে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এসব ঘটনা নিয়ে প্রণয় ভার্মাকে তলব করা হবে।

এর আগে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের অনুপ্রবেশ ও হামলার প্রতিবাদ জানাতে ঢাকায় দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে গত ৩ ডিসেম্বর জরুরি তলব করে সরকার। তখনও প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছিলেন।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের সম্পর্কের টানাপোড়েন চলছে। এই সময়ে প্রতিবেশী দেশটির বিরুদ্ধে বাংলাদেশের কড়া প্রতিক্রিয়া এবং হাইকমিশনারকে তলবের মতো একাধিক ঘটনা ঘটেছে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৪ ভোর
যোহর ১২:০৯ দুপুর
আছর ০৪:২৭ বিকেল
মাগরিব ০৬:০৭ সন্ধ্যা
এশা ০৭:২২ রাত

শুক্রবার ১৪ মার্চ ২০২৫