বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১


স্বরাষ্ট্র উপদেষ্টা

তরুণ বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে আনসারে জনবল বাড়ানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৫ জানুয়ারী ২০২৫, ১৩:৩৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আনসার ও ভিডিপি সদস্যদের ছুটি বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তরুণদের কর্মসংস্থানের জন্য আনসার বাহিনীতে জনবল বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ৬০ লাখের বেশি আনসার সদস্য। তাদের কীভাবে উন্নতি, প্রশিক্ষণ দিয়ে আরও কীভাবে জনগণের সেবার কাজে লাগানো যায় সে ব্যাপারে আলোচনা চলছে।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত উন্নত ও কার্যকরী প্রশিক্ষণ আরও ভালো করা যায় তা নিয়ে আজ আলোচনা করেছি। মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা নানা সমস্যা অবগত করেছেন। কিছু সমস্যা আছে, সেগুলো যতো তাড়াতাড়ি সমাধান করা যায় সে ব্যাপারে আলোচনা করেছি। বিভিন্ন সমস্যা, দুর্যোগে কিন্তু আনসার সদস্য বিভিন্ন বাহিনীর সঙ্গে কাজ করে। আনসার সদস্যরাই মুখ্য ভূমিকা পালন করে। যেমন গত দুর্গাপূজায় আনসার সদস্যরা কাজ করেছে। আবার নির্বাচনের সময় তাদের বড় ভূমিকা থাকে।

তাদের নানা সুযোগ সুবিধার অভাব আছে, সেগুলো আমরা দেখছি উল্লেখ করে তিনি বলেন, তরুণদের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধিতে ভালো ভূমিকা পালন করতে পারে আনসার। আনসার বাহিনীকে এক লাখ জনবলে উত্তীর্ণ করা গেলে কর্মসংস্থান ব্যবস্থান সম্ভব। অদূর ভবিষ্যতে হয়তো এটা করা সম্ভব হবে।

আনসারদের নানা অভিযোগ, দাবি নিয়ে আন্দোলন হয়েছে। সচিবালয় ঘেরাও করা হয়েছে। এপ্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের চাকরিতে যে বিরতি সেটা আর থাকছে না, তারা নিয়মিত কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২০ ভোর
যোহর ১২:১৩ দুপুর
আছর ০৪:১০ বিকেল
মাগরিব ০৫:৪৯ সন্ধ্যা
এশা ০৭:০৪ রাত

বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫