বৃহঃস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১


খাদ্যের অপচয় কমাতে বাংলাদেশকে সাহায্য করবে নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৬ জানুয়ারী ২০২৫, ১৭:৩৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

খাদ্যের অপচয় কমানো, খাদ্য নিরাপত্তায় ঝুঁকি কমানো এবং নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে এমন নীতি ও উদ্যোগের উন্নয়ন করতে চায় সরকার। এ লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে খাদ্য মন্ত্রণালয় এবং নেদারল্যান্ডসের কোমুভ ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

কোমুভ ফাউন্ডেশনের ডিরেক্টর দুৎজেনবার্গ এবং খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমদ এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোমুভ ফাউন্ডেশনের সহায়তায় বাংলাদেশে খাদ্যের অপচয় কমানো সম্ভব। পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে এমন নীতি ও উদ্যোগের উন্নয়ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২৩ ভোর
যোহর ১২:০৯ দুপুর
আছর ০৩:৫৮ বিকেল
মাগরিব ০৫:৩৭ সন্ধ্যা
এশা ০৬:৫৩ রাত

বৃহঃস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫