শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১
রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীর ওপরে সশস্ত্র হামলা, কুপিয়ে জখম করার ঘটনায় ছেলে সানজিদুল হাসান ইমন জড়িত নয় বলে দাবি করেছেন মা ডা. সুলতানা জাহান।
আজ (শনিবার) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। অসুস্থ থাকার কারণে ডা. সুলতানার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন লিটন মিয়া নামে এক ব্যক্তি।
গত ১০ জানুয়ারি রাতে এলিফ্যান্ট রোডে ওই হামলার ঘটনা ঘটে। এঘটনায় মামলা দায়ের করা হয়। সেই মামলার ১ নম্বর আসামি করা হয় ইমনকে।
দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহতের ঘটনায় নতুন করে সামনে আসে অপরাধ জগতের দুই মাফিয়ার নাম। যারা এক সময় অপরাধ জগতের নিয়ন্ত্রক ছিলেন। তারা হলেন, শীর্ষ সন্ত্রাসী হাজারীবাগের সানজিদুল ইসলাম ওরফে ইমন ও মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৫ আগস্ট ইমন ও ১৬ আগস্ট পিচ্চি হেলাল কারাগার থেকে জামিনে বের হন।
দীর্ঘ ২৪ বছর কারাভোগের পর মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের বড় ভাই ওয়াহিদুল হাসান দীপু। যিনি গত ১০ জানুয়ারি আকস্মিক হামলার শিকার দুই ভুক্তভোগীর একজন। অপর শীর্ষ সন্ত্রাসী ইমনকে এক নম্বর আসামি করে দায়ের করা মামলার বাদী দীপু।
ইমনের মা সুলতানা জাহানের দাবি, কারাগারে থাকা অবস্থাতেই শারীরিক নানা জটিলতার কারণে অসুস্থ ছিলেন ইমন। কারাগার থেকে জামিনে বের হওয়ার পর গত ডিসেম্বরে চিকিৎসার জন্য ব্যাংকক গেছে ইমন। বর্তমানে ইমন থাইল্যান্ডে অবস্থান করছে। নিজেদের স্বার্থ উদ্ধার ও মাল্টিপ্ল্যান মার্কেট নিজের দখলে রাখার জন্য হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ১০ জানুয়ারি রাত ১১টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের হামলার ঘটনায় বিদেশে থাকা সানজিদুল হাসান ইমনকে জড়িয়ে মিথ্যা মামলা ও প্রচারণার প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, আমার কর্মময় জীবনে আমি একজন চিকিৎসক। দীর্ঘ প্রায় ৪ দশকের ওপরে আমি মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ছিলাম। আমি আজ আমার বিদেশে থাকা সন্তান সানজিদুল হাসান ইমনকে জড়িয়ে মিথ্যা মামলা ও প্রচারণার প্রতিবাদ করতে আপনাদের সামনে হাজির হয়েছি।
‘গত ১০ জানুয়ারি রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারে হামলার ঘটনা ঘটে। ঘটনা সূত্রে আমরা জেনেছি যে, কতিপয় সন্ত্রাসী হঠাৎ করেই রামদা ও চাপাতি বের করে একটি গাড়িতে হামলা করা ছাড়াও গাড়ির বাইরে থাকা আরেকজনকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। উক্ত সন্ত্রাসী হামলায় একই মার্কেটের আরও দুইজন কম্পিউটার ব্যবসায়ী আহত হয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। সঙ্গে সঙ্গে এই ঘটনায় যারা জড়িত সেসব সন্ত্রাসীদের অতিদ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।’
লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে আমার সন্তান ইমন আওয়ামী নেতা ও মন্ত্রীদের রোষানলে পড়ে একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে এবং বিনা বিচারে বছরের পর বছর জেলখানায় আটক ছিল।
গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ও বিচারিক আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠা হওয়ায় বিজ্ঞ আদালত আমার সন্তানকে দীর্ঘ কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি দেন।
আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি যে, জঘন্য এই হামলার সঙ্গে একটি চক্র আমার সন্তান ইমনের নাম জড়িয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং ওই হামলাকে কেন্দ্র করে স্থানীয় থানায় দায়ের হওয়ায় মামলার আমার সন্তানের নাম যুক্ত করা হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি বলেন, জামিন লাভের পর আমার সন্তান দেশের বাইরে চলে যায়। এরপরও তাকে অহেতুক ওই হামলায় জড়ানোর চেষ্টা করা হয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, আপনাদের কাছে আমার অনুরোধ এই ঘটনায় মার্কেটের সিসিটিভি ফুটেজ ও একাধিক ডিভাইসে ধারণকৃত ছবি ও ভিডিও ফুটেজ যা আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। ছবি ও ভিডিও ফুটেজগুলো দেখে আপনারাই বলুন, ওই ঘটনায় কোথাও আমার সন্তানের উপস্থিতি আছে কিনা? তাছাড়াও, আপনাদের কাছে এই ঘটনায় আমার সম্পৃক্ততার কোনো মোবাইল কল বা অডিও রেকর্ড যদি থাকে সেটাও জনসম্মুখে প্রকাশ করুন।
‘আমার সন্তান ইমন যদি তাদের কারো কাছে কখনো চাঁদা চেয়ে থাকে, তাহলে বিষয়টি এতদিনে পুলিশ, র্যাব, ডিবি, সেনাবাহিনীকে জানানো হয়নি কেন? অথবা ফোন কলে তাদের কাছে চাঁদা চাওয়ার কল রেকর্ড যদি থাকে, তাহলে তা প্রশাসনের কাছে পাঠায়নি কেন? আমার সন্তান যদি সশরীরে চাঁদা দাবি করে থাকে, তাহলে তার সিসিটিভি ফুটেজ প্রশাসনের কাছে পাঠায়নি কেন?’
তিনি বলেন, মামলার বাদী ওয়াহিদুল হাসান দিপু পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের আপন বড় ভাই। গত ৫ আগস্টের পর বসিলায় জোড়া খুনের ঘটনা তিনি নিজের হাতে ঘটিয়েছেন বলে ওই মামলার তদন্ত সূত্রে আমরা জেনেছি। এ বিষয়ে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। মামলায় ১ নম্বর আসামি পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল এবং ২০০১ থেকে ২০০৬ সালের মোহাম্মদপুরের সাবেক ৪৬ ও বর্তমান ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি কমিশনার রাজু হত্যার ২ নম্বর আসামি এই ওয়াহিদুল হাসান দিপু।
এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের সভাপতি নির্বাচনে শুধু একটা ফরম বিক্রি হয়েছে, অন্য কাউকে ফরম কিনতে দেয়নি এই শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল—দাবি সুলতানা জাহানের।
তিনি বলেন, পিচ্চি হেলাল সবাইকে হুমকি দিয়ে সভাপতি পদের ফরম কেনা থেকে বিরত রাখায় পরে ওয়াহিদুল হাসান দিপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কেটের সভাপতি পদে বিজয়ী হয়। আমাদের ধারণা, তিনি এই মার্কেটটি নিজের দখলে রাখার জন্য হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।
ইমনের মা বলেন, শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও তার ভাই ওয়াহিদুল হাসান দিপু আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
সংবাদ সম্মেলন থেকে প্রশাসন, প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে মাল্টিপ্ল্যান মার্কেটে হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন সুলতানা জাহান।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)