বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১
রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করতে যাচ্ছে সরকার। উত্তরা ১৮ নম্বর সেক্টরে স্বপ্ন ও মধ্যম আয়ের জনসাধারণের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রকল্প (উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প) শীর্ষক প্রকল্পের আওতায় কাজ চলমান।
ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে শর্ত সাপেক্ষে ৬ মাস অর্থাৎ নভেম্বর ২০১১ থেকে ডিসেম্বর ২০২৪ এর পরিবর্তে নভেম্বর ২০১১ থেকে জুন ২০২৫ নাগাদ মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। রাজউকের প্রস্তাবনায় পরিকল্পনা মন্ত্রণালয় মেয়াদ বৃদ্ধি করেছে।
বুধবার (২২ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
পরিকল্পনা কমিশন জানায়, প্রস্তাবিত বর্ধিত সময়ের মধ্যে প্রকল্পের অবশিষ্ট কার্যক্রম একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুসরণপূর্বক সম্পন্ন করতে হবে। প্রকল্প সমাপ্তির ৩ মাসের মধ্যে প্রকল্পের মূল্যায়ন মন্ত্রণালয়ে জমা দিতে হবে। আইএমইডিতে প্রেরণ করতে হবে। প্রকল্পটি সমাপ্তির লক্ষ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রয়োজনীয় বরাদ্দ রাখার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং বরাদ্দ অনুসারে এ প্রকল্পের আওতায় অর্থছাড় ও ব্যয় নিশ্চিত করতে হবে। কোনো খাতের ব্যয় যেন প্রকল্প দলিলে নির্ধারিত প্রাক্কলনের চেয়ে বেশি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
উত্তরা আদর্শ মডেল টাউনের (তৃতীয় ফেজ) ১৮ নম্বর সেক্টরে এ জন্য ২১৪ দশমিক ৪৪ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় প্রতিটি ভবনে একতলা বেজমেন্টসহ ১৬ তলাবিশিষ্ট ২৪০টি ভবন নির্মাণ করা হবে। এতে ২০ হাজার ১৬০টি ফ্ল্যাট থাকবে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)