বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১


হাইকোর্টের দক্ষিণ গেটে চাকরি হারানো পুলিশ সদস্যদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:৩৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন অপরাধে চাকরি হারানো পুলিশ সদস্যরা টানা দুই সপ্তাহ ধরে রাজধানীতে আন্দোলন করছে। কখনো প্রেস ক্লাব কখনো পুলিশ সদর দফতরের সামনে অবস্থান নিয়ে দাবি জানাচ্ছেন তারা। এরই ধারাবাহিকতায় রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের দক্ষিণ গেটের সামনে অবস্থান নিয়েছেন তারা।

হাইকোর্টের দক্ষিণ গেটের পশ্চিম পাশের বটগাছের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। সেখান থেকে তারা বিভিন্ন দাবি-দাওয়া জানাচ্ছেন।

তারা বলছেন, ‘আমরা মানবিক পুলিশ। মানবিক সেবায় নিজেদের নিয়োজিত রাখতে চাই। মানবিক পুলিশ হিসেবে এ দেশের মানুষের পক্ষে কাজ করতে চাই। সেই জন্য আমাদের সুযোগ দেওয়া হোক।’

চাকরি হারানো পুলিশ সদস্যদের দাবি, তারা চাকরি হারিয়ে বউ বাচ্চা নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তারা বিগত সরকারের রোষানলের শিকার। তারা সেই সময় প্রতিবাদী ছিলেন। যার দরুণ তারা চাকরি হারিয়েছেন। বিগত স্বৈরাচারী সরকারের আমলে চাকরি হারানো পুলিশ সদস্যদের পুনর্বহাল এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দেওয়া আদেশ অবিলম্বে বাস্তবায়ন চান তারা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বুধবার ২ এপ্রিল ২০২৫