বৃহঃস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১
ছবি সংগৃহীত
অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় নৌকাডুবিতে নিহতের বড় একটি অংশ বাংলাদেশি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, লিবিয়ায় নৌকাডুবিতে যারা নিহত হয়েছেন, তাদের বড় একটি অংশ বাংলাদেশি। এটিকে আমরা মানবিক বিপর্যয় হিসেবে দেখি এবং সহানুভূতি প্রকাশ করি। কিন্তু আমার মনে হয়, আমাদের এই অ্যাপ্রোচটি কাজ করছে না। আমাদের যেটি করতে হবে, এ ধরনের যে পরিস্থিতি বা ঘটনা; দেশে সেটি থামাতে হবে।
তিনি বলেন, যারা তাদের পাঠায়, সেই দালালরাই বিদেশে নিয়ে গিয়ে তাদের নির্যাতন করে, ব্ল্যাকমেইল করে বিপুল অর্থ আদায় করে। এই চক্রটি যদি আমরা ভাঙতে না পারি, তাহলে এটার শেষ হবে না।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)