শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১


শ্রম সংস্কার কমিশনের ওয়েবসাইটে মতামত দেওয়া যাবে আরো এক সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

শ্রমিকের অধিকার ও কল্যাণ নিশ্চিত করে বৈষম্যহীন সমাজ গড়তে তাদের ওয়েবসাইটে গিয়ে মতামত দেওয়া যাবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বুধবার (১২ ফেব্রুয়ারি) শ্রম সংস্কার কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

শ্রম সংস্কার কমিশনের এক্সিকিউটিভ সেক্রেটারি নূর জাহান আমিনা মুন জানিয়েছেন, শ্রমিকের জীবনমান উন্নয়ন ও সুষম শিল্প সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত শ্রম সংস্কার কমিশন ইতোমধ্যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক, সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, শ্রমিক নেতা এবং বিভিন্ন মালিক সংগঠনের সঙ্গে ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে প্রায় শতাধিক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। এসব সভার মাধ্যমে অংশীজনদের মৌখিক ও লিখিত সুপারিশ সংগ্রহ করা হয়েছে।

তিনি জানান, কমিশনের ওয়েবসাইটের (https://blrcommission.org) মাধ্যমে মতামত গ্রহণ কার্যক্রম শুরু করেছে, যা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সব অংশীজনকে শ্রমিকের অধিকার ও কল্যাণ নিশ্চিত করে বৈষম্যহীন সমাজ গড়তে উল্লিখিত সময়সীমার মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে তাদের মূল্যবান মতামত প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

শুক্রবার ৪ এপ্রিল ২০২৫