শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১


সাহসের সঙ্গে দায়িত্ব না সামলালে মেসেজ পাবেন, ডিসিদের সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২০ ফেব্রুয়ারী ২০২৫, ১৮:৪৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ভয়-ভীতির ঊর্ধ্বে সাহসের সঙ্গে আইনকানুন মেনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তিনি বলেছেন, যারা করবেন না তারা সময়মতো মেসেজ পেয়ে যাবেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব এ কথা বলেন।

সামনে ভোট, আপনারা বর্তমানে প্রশাসনের কর্মকর্তাদের কী বার্তা দিতে যাচ্ছেন— এ প্রশ্নের জবাবে মোখলেস উর রহমান বলেন, সামনে নির্বাচন হবে। ডিসি সাহেবরা তিনদিন (ডিসি সম্মেলনে অংশ নেওয়া) থেকে গেলেন। আমরা ডিসি সাহেবদের এই মেসেজ দিতে চাচ্ছি- আপনারা রিটার্নিং অফিসার হবেন, ভয়-ভীতির ঊর্ধ্বে সাহসের সঙ্গে আইনকানুন মেনে দায়িত্ব পালন করবেন। যারা করবেন না, তারা এই মেসেজ পেয়ে যাবেন, না হলে কি ফল হবে।

মোখলেস উর রহমান বলেন, আপনারা জানেন সম্প্রতি জনপ্রশাসন সম্পর্কিত একটি কমিটি হয়েছে। সেখানে চারজন উপদেষ্টা আছেন। এই কমিটিতে মন্ত্রিপরিষদ সচিব আছেন এবং সাচিবিক দায়িত্বে রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এখানে বড় কিছু সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর যে নির্বাচন, সেটাকে আমরা কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। সেই সময়ের রিটার্নিং কর্মকর্তাদের কারণে আজকে আমরা এ দুরবস্থায় পড়েছি। তারা (ওই সময়ের ডিসিরা) অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলেনি আমি প্রতিবাদ করব, আমি রিটার্নিং অফিসার থাকব না, আমি রিজাইন করলাম, কাজ করব না।

সিনিয়র সচিব বলেন, আমরা ইতোমধ্যে ৪৩ জনকে (ডিসি) ওএসডি করেছি। যাদের চাকরির বয়স ২৫ বছরের কম, তাদের ওএসডি করা হয়। আর চাকরির বয়স ২৫ বছরের বেশি হলে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি।

মোখলেস উর রহমান বলেন, যারা ডিসি ছিলেন এখন সচিব পদে রয়েছেন, এমন ২১ জনকে বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে। এই ইস্যুটা হলো বার্তা দেওয়ার যে প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করলেও ফল হয়। প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার এমন (শাস্তিমূলক) ব্যবস্থা নিয়েছে।

আজকে যাদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো তারা মূলত কত সালের ভোটের দায়িত্বে ছিলেন— এ বিষয়ে তিনি বলেন, একবারে যদি বলি ২০১৪, ২০১৮ এবং ২০২৪। ২০১৪ যেহেতু অনেক আগে হয়েছে, এখানে মাত্র চারজন।

সিনিয়র সচিব আরও বলেন, ২০২৪ সালের নির্বাচনের সঙ্গে জড়িতদের বিষয়ে আমরা গোয়েন্দা সংস্থাকে পুরো তালিকা দিয়েছি। ওখান থেকে পাওয়ার পর আমাদের যে ব্যবস্থা— যাদের চাকরির বয়স ২৫ বছরের কম হবে তাদের ওএসডি, যাদের ২৫ বছরের বেশি তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

সিনিয়র সচিব বলেন, জনগণের হয়ে সরকার অনেক শক্ত সিদ্ধান্ত নিচ্ছে এবং এগুলো বাস্তবায়ন হচ্ছে। কিছু কিছু মন্ত্রণালয়ের নিজস্ব দায়িত্ব রয়েছে, যার যার মন্ত্রণালয়ের কাজ তারা করছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:১২ ভোর
যোহর ১২:১৩ দুপুর
আছর ০৪:২০ বিকেল
মাগরিব ০৬:০০ সন্ধ্যা
এশা ০৭:১৩ রাত

শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫