রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১


তিতুমীর শিক্ষার্থীদের বিক্ষোভ

ডাকাতি গুম খুনে জড়িতদের ধরতে ৭২ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:২৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সাম্প্রতিক সময়ে সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ, ডাকাতি, ছিনতাইসহ সব ধরনের অরাজকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণসহ ডাকাতি, গুম, খুনের সংখ্যা লাগাতার বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী এসব অপরাধীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হচ্ছে।

এই অবস্থায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীদের শাস্তির আওতায় আনা না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তিতুমীর কলেজ ক্যাম্পাসের মূল ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা এই হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীরা বলেন, দেশে চলমান অরাজকতা, ধর্ষণ, ছিনতাই, লুটতরাজের বিরুদ্ধে আমাদের এই মানববন্ধন কর্মসূচি। অনতিবিলম্বে এসব অপরাধের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় আনতে হবে। আমাদের মূল দাবি সরকার যেন এসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে, যাতে ভবিষ্যতে কেউ গুম, খুন এবং ধর্ষণের শিকার না হন।

নাসরিন জাহান নামক এক শিক্ষার্থী বলেন, আমি ব্যক্তিগতভাবে এখন অনিরাপদ বোধ করছি। আমি চব্বিশের আন্দোলনে ছিলাম, চব্বিশ পরবর্তী সময়ে আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু বর্তমানে আমরা সম্পূর্ণ এর বিপরীত দেখতে পাচ্ছি।

তিনি বলেন, আমার মায়ের নিরাপত্তা কোথায়? আমার নিরাপত্তা কোথায়? আমার দেশে আমি স্বাধীনভাবে ঘুরবো, আমার বোন ইচ্ছা হলেই রাত ১২টায় ঘুরতে বের হবে। এই দেশের সরকার তার নিরাপত্তা দেবে। কেন সে এখন সন্ধ্যার পর বাইরে যেতে পারবে না? এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে।

মোহাম্মদ মাসুম বিল্লাহ রাব্বী নামের আরেক শিক্ষার্থী বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাক্ষী হয়েছি। জুলাই আন্দোলন পরবর্তী সময়ে আমরা এমন একটি সুন্দর রাষ্ট্রের স্বপ্ন দেখছি, যেখানে অপরাধ প্রবণতার অবসান ঘটবে। কয়েক দিন ধরে ডাকাতি, ছিনতাই, ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে।

তিনি বলেন, চব্বিশ পরবর্তী এই সময়ে বাংলাদেশে ধর্ষণের, ছিনতাইসহ সব অরাজকতার কোনো ঠাঁই হবে না। ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। না হলে কঠোর কর্মসূচির দিকে আমরা যাব। প্রয়োজনে আমরা আবারও চব্বিশের মতো আন্দোলন গড়ে তুলব, তবুও আমরা ধর্ষকের সঙ্গে কোনো আপস করব না।

এর আগে বেলা ১২টা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমাদের সংগ্রাম, চলছে চলবে’, ‘আমার বোন কান্না করে, প্রশাসন কি করে’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘চাঁদাবাজের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘চাঁদাবাজের বিরুদ্ধে, আগুন জ্বালো’সহ বিভিন্ন স্লোগান দেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:১২ ভোর
যোহর ১২:১৩ দুপুর
আছর ০৪:২০ বিকেল
মাগরিব ০৬:০০ সন্ধ্যা
এশা ০৭:১৩ রাত

রবিবার ২৩ ফেব্রুয়ারি ২০২৫