বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১


দুর্নীতির সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান লজ্জাজনক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:২৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

টিআই রিপোর্ট অনুযায়ী দুর্নীতি সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান আমাদের জন্য লজ্জাজনক বলে মনে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুদক আয়োজিত মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৭১তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আলি আকবার আজিজী বলেন, আমাদের সবাইকে শপথ নিতে হবে নিজে দুর্নীতি করবো না, কাউকে উৎসাহিত করবো না, কাউকে পৃষ্ঠপোষকতা করবো না। টিআইবি’র রিপোর্ট অনুযায়ী দুর্নীতি সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান আমাদের জন্য লজ্জাজনক।

সেবা দাতাদের উদ্দেশ্যে তিনি বলেন, সেবা পেতে কোনো গ্রহীতা বা ট্যাক্স পেয়ারকে যেন আর কোনো কষ্ট পেতে না হয়।

গণশুনানিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।

তিনি বলেন, আগামী এক বছর পরে মানিকগঞ্জকে দেশের প্রথম ঘুষমুক্ত জেলা ঘোষণা করতে চাই। এ বিষয়ে মানিকগঞ্জের জনগণকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। তার পরের বছর মানিকগঞ্জকে দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করার আশাবাদ ব্যক্ত করেন।

'রুখবো দুর্নীতি, গড়বো দেশ; হবে সোনার বাংলাদেশ'- এই স্লোগানে আয়োজিত গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবাবঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগ মানিকগঞ্জ জেলার সব সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন। একইসঙ্গে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অনেক অভিযোগের বিষয়ে গণশুনানিতে তাৎক্ষণিক সমাধানের সিদ্ধান্ত দেওয়া হয়।

গণশুনানিতে মোট ৫৮টি অভিযোগের মধ্যে ৫১টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। সবগুলো অভিযোগের সমাধানের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। গণশুনানিতে সবচেয়ে বেশি অভিযোগ ছিল তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিরুদ্ধে।

গত প্রায় ১২ বছর থেকে শহরের হাজার গ্রাহক তিতাস গ্যাসের প্রতিমাসে বিল দিয়ে যাচ্ছেন কিন্তু গ্যাস সরবরাহ পাচ্ছেন না বলে অভিযোগ করেন। এ অভিযোগের বিষয়ে কমিশন চরম অসন্তোষ প্রকাশ করে। এখানে যারা দায়িত্বে আছেন তাদের বিষয়ে দুদক খতিয়ে দেখবে বলে মানিকগঞ্জের তিতাস গ্যাসের গ্রাহকদের আশ্বাস দেন গণশুনানির প্রধান অতিথি।

গণশুনানিতে মানিকগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারেস, দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর উপপরিচালক মো. মাহমুদুর রহমান এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. খবিরুল আলম চৌধুরী বক্তৃতা করেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বৃহঃস্পতিবার ৩ এপ্রিল ২০২৫