বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১


স্কাউটসকে আরও গতিশীল করার তাগিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১ মার্চ ২০২৫, ১৭:২৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বাংলাদেশ স্কাউটসকে আরও গতিশীল, আত্মনির্ভরশীলত করে তোলার তাগিদ দিয়েছেন বিভিন্ন দপ্তরের প্রধানরা। স্কাউট আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

শনিবার (১ মার্চ) কাকরাইলে বাংলাদেশ স্কাউটসের শামস হলে রোভার অঞ্চলের ১৫২তম নির্বাহী কমিটির সভায় এ আহ্বান জানান দেশের বিভিন্ন দপ্তরের প্রধানরা।

ঢাকায় রোভার অঞ্চলের সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এস. এম. আমানুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহ-সভাপতি প্রফেসর এ এইচ এম এ ছালেক, প্রফেসর মোহা. শহীদুল ইসলাম, প্রফেসর মোজাহেদ হোসাইন, প্রফেসর মো. লুৎফর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও রোভার অঞ্চলের কমিশনার প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম সেলিম চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) ও রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল-সহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ১১টি আলোচ্যসূচিতে আলোচনা ও সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় অংশগ্রহণ করে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম তার বক্তব্যে স্কাউট আন্দোলনকে আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ্ বলেন, স্কাউট আন্দোলনে তরুণ সমাজ নাগরিক হিসেবে গড়ে উঠছে।

মহাপরিচালক ও কমিশনার প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান তার বক্তব্যে রোভার কার্যক্রমকে গতিশীল রাখার ব্যাপারে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং রোভার স্কাউটকে আত্মনির্ভরশীলতার ব্যাপারে তাগিদসহ কর্মমুখী শিক্ষা, কর্মময় জীবন স্লোগান ধারণ করে স্কাউটিংকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বৃহঃস্পতিবার ৩ এপ্রিল ২০২৫