বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১


জর্ডানের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২ মার্চ ২০২৫, ১৫:৫৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বাহরাইনে নিযুক্ত জর্ডানের রাষ্ট্রদূত এবং কূটনৈতিক কোরের ডিন রামি এস. রাইকাত আলাদওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সাক্ষাতের তথ্য জানায় মানামার বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, কূটনৈতিক কোরের ডিন এবং বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়নসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেন।

দূতাবাসের তথ্য বলছে, নবনিযুক্ত রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার গত ২৫ ফেব্রুয়ারি বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খালিফার কাছে পরিচয়পত্র পেশ করেন। গত ১৮ ফেব্রুয়ারি বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব নেন নবনিযুক্ত রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত হওয়ার আগে রইস হাসান সরোয়ার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঞ্চলিক সংস্থাসমূহের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বুধবার ২ এপ্রিল ২০২৫