শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
ছবি সংগৃহীত
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে শৃঙ্খলা রক্ষায় মাঠ কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শৃঙ্খলা রক্ষায় নিবন্ধন কেন্দ্রে টোকেন সিস্টেম চালু করার সিদ্ধান্তের কথা জানিয়েছে সংস্থাটি।
বুধবার (৫ মার্চ) এ সিদ্ধান্তের তথ্য জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, রেজিস্ট্রেশন কেন্দ্রের লম্বা লাইন ও ঠেলাঠেলি এড়াতে ক্রমিক নম্বর উল্লেখপূর্বক টোকেন/ স্লিপ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এটি অনুসরণ করা হচ্ছে কিনা তা জেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়মিতভাবে তদারকি করার সিদ্ধান্ত হয়েছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)