বৃহঃস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১


মাদক পাচার-চোরাচালান

ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সীমান্তে আটক ১৩ ভারতীয় নাগরিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৫ মার্চ ২০২৫, ১৭:০৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও চোরাচালানে জড়িত ১৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই মাসে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯৩১ জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ সময় সীমান্তে বিজিবির নিরচ্ছিন্ন নজরদারিতে ধরা পড়ে ১৭০ কোটি টাকার চোরাচালান পণ্য।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২ কেজি ৫২৯ গ্রাম স্বর্ণ, ৮৫ কেজি ৪০০ গ্রাম রূপা, ৮,৭৮৪টি শাড়ি, ৬,৮১১টি থ্রিপিস, শার্টপিস, চাদর, কম্বল, ৭ হাজার ২০৪টি তৈরি পোশাক, ১২ হাজার ২০২ মিটার থান কাপড়, ৩ লাখ ৩৯ হাজার ৯২০টি কসমেটিক্স সামগ্রী, ৭ হাজার ১৬৬টি ইমিটেশন গহনা, ১৬ লাখ ৮৬ হাজার ৭৩৯টি আতশবাজি, ৬ হাজার ৭৮২ ঘনফুট কাঠ, ২ হাজার ৪৩৪ কেজি চা পাতা, ৪৮ হাজার ৮৩৯ কেজি সুপারি, ২ লাখ ৬৯ হাজার ৮২৪ কেজি চিনি, ৪ হাজার ৯৩ কেজি সার, ৩২ লিটার ডিজেল, ২৩ হাজার ৮২০ কেজি কয়লা, ১ হাজার ৩১০ ঘনফুট পাথর, ১১৫ কেজি সুতা/কারেন্ট জাল, ৫৫৯টি মোবাইল, ৩ হাজার ৮৫২টি মোবাইল ডিসপ্লে, ৩০ হাজার ৬২৪টি চশমা, ৬৭ হাজার ১৩৫ কেজি বিভিন্ন প্রকার ফল, ৬৭০ কেজি ভোজ্য তেল, ৪ হাজার ৩৩৬ কেজি পেঁয়াজ, ২ হাজার ৪৮৩ কেজি রসুন, ১৩ হাজার ৪০৬ কেজি জিরা, ২ হাজার ৮৩৫ কেজি কিসমিস, ১ লাখ ৯১ হাজার ৫৯১ পিস চকলেট, ৯টি ট্রাক, ১১টি পিকআপ, ২টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক্টর, ৪৬টি নৌকা, ২৭টি সিএনজি/ইজিবাইক, ৪৪টি মোটরসাইকেল এবং ৩১টি বাইসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ২টি বন্দুক, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১টি মর্টার শেল ও ৬৯টি হাতবোমা।

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১১ লাখ ৫৯ হাজার ৭৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি ৮৭৮ গ্রাম হেরোইন, ২ কেজি ২৯৭ গ্রাম কোকেন, ২৩ হাজার ৪৪ বোতল ফেনসিডিল, ১৪ হাজার ৯৩৫ বোতল বিদেশী মদ, ১৬০ লিটার বাংলা মদ, ৭১৩ বোতল ক্যান বিয়ার, ২ হাজার ৬৯৩ কেজি গাঁজা, ৩ লাখ ৪০ হাজার ২৪২ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪০ হাজার ৯১৪টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৩ হাজার ৭৮৭ বোতল ইস্কাফ সিরাপ, ২০৮ বোতল এমকেডিল/কফিডিল, ৬ লাখ ৯৭ হাজার ৮৭২ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও ট্যাবলেট এবং ৫৯ হাজার ৯৬৯টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৪ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৮১ জন বাংলাদেশী নাগরিক ও ১৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯৩১ জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:০১ ভোর
যোহর ১২:১০ দুপুর
আছর ০৪:২৫ বিকেল
মাগরিব ০৬:০৪ সন্ধ্যা
এশা ০৭:১৯ রাত

বৃহঃস্পতিবার ৬ মার্চ ২০২৫