বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১


দাবি মানায় জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক জোটের আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৬ মার্চ ২০২৫, ১৪:১৮

ছবিঃ মামুন রশিদ

ছবিঃ মামুন রশিদ

আগামী ঈদুল আজহা থেকে উৎসব ভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির দাবি মেনে নেওয়ায় আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের শিক্ষকেরা।

বৃহস্পতিবার (০৬ মার্চ) বেলা ১১টায় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ১৭ ফেব্রুয়ারি প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে জোটের সাত সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি নেতৃবৃন্দকে জানান যে, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা এবং সরকারি নিয়মে বাড়িভাড়া ও মেডিকেল ভাতার দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। নেতৃবৃন্দ এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেয়ার সুস্পষ্ট ঘোষণা অথবা প্রজ্ঞাপন জারির আহ্বান জানালে তিনি জানান যে, শিক্ষা উপদেষ্টা শিগগির প্রেস ব্রিফিং করে শিক্ষকদের দাবি দাওয়ার ব্যাপারে জানাবেন।

তারা আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের প্রতি সম্মান দেখিয়ে শিক্ষা উপদেষ্টা বিদায়ী ভাষণে শিক্ষক-কর্মচারীদের জন্য আসন্ন ঈদুল আজহা থেকে উৎসব ভাতা ও সম্পূরক বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেওয়ায় শিক্ষা উপদেষ্টার প্রতি আস্থা ও সম্মান রেখে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট চলমান আন্দোলনকে আগামী ঈদুল আজহা পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নেতৃবৃন্দ আশা করেন যে, শিক্ষা মন্ত্রণালয় ঈদুল আজহার আগেই প্রজ্ঞাপনের মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। দাবি আদায় না হলে আগামী ঈদুল আযহার পরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাইন উদ্দিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজী, বাছেদ আলী, আফরোজা শ্রাবণ, ববিউল ইসলাম, তোফায়েল সরকার, আব্দুল হাই সিদ্দিকী, শান্ত ইসলাম, মিজানুর রহমান মাহিন, আব্দুল হালিম, আহসান হাবিব, মিজানুর রহমান, আবু তালেব সোহাগ, জাহাঙ্গীর হোসেন, হাবিবুল্লাহ রাজু, নূরুল আমিন হেলালী, মামুনুর রশীদ, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, বশির আহমেদ, আবুল হোসেন, মো. বাসির, সাবরিনা, মো. আব্দুর রহিম প্রমুখ।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বৃহঃস্পতিবার ৩ এপ্রিল ২০২৫