সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১


কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৬ মার্চ ২০২৫, ১৫:০৮

ছবিঃ মামুন রশিদ

ছবিঃ মামুন রশিদ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালককে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তার অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিসিএস (কৃষি) এসোসিয়েশনের সর্বস্তরের কর্মকর্তারা।

আজ রোববার সকালে রাজধানীর ফার্মগেটে অবস্থিত খামারবাড়িতে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) এসোসিয়েশনের সদস্য সচিব মোঃ রেজাউল ইসলাম মুকুলের নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

এ সময় অধিদপ্তরের বাইরে রাস্তায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা দুর্নীতিবাজ ও ফ্যাসিষ্টের দোসর কর্মকর্তাদের অবিলম্বে অপসারণ করে কৃষি উন্নয়ন অব্যাহত রাখার দাবীতে বিভিন্ন শ্লোগান দেন।

এসময় বক্তৃতাকালে মোঃ রেজাউল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার ঐতিহাসিক অভ্যুত্থান পরবর্তী সময়েও দেশের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের (কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে) মহাপরিচালকসহ অনেক পদে এখনো বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা বহাল তবিয়তে রয়েছে। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার অভ্যুত্থানের পূর্বদিন অর্থাৎ ৪ আগষ্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মোঃ ছাইফুল আলম, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ খামারবাড়ির অধিকাংশ কর্মকর্তা কর্মচারী সরকারি চাকুরি বিধি লঙ্ঘন করে রাজ্জাক-নাসিম-ওয়াহিদা গংদের নিয়ে ‘শেখ হাসিনাতেই আস্থা” জানিয়ে খামারবাড়ি চত্বরে রাজনৈতিক মিছিলে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন।

শুধু তাই-ই নয়, মহাপরিচালকের মতো শীর্ষ পদে বসেও জনাব মোঃ ছাইফুল আলম মন্ত্রণালয়ের অনৈতিক সমর্থন ও ব্যক্তিস্বার্থে উদ্ভিদ সংরক্ষন উইং এর পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদটিও দখল করে রেখেছেন। মহাপরিচালক এর পদের চেয়েও উদ্ভিদ সংরক্ষণ উইং এর পরিচালক পদটিকে অধিক গুরুত্ব দেয়ায় এবং তাঁর অদক্ষতার সুযোগে কৃষি মন্ত্রণালয় নিয়মবহির্ভূতভাবে অধিদপ্তরের প্রস্তাব ছাড়াই খেয়ালখুশিমতো কর্মকর্তাদের বদলী করে চলেছেন। এসব বদলীর মাধ্যমে তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় কৃষিবিদদের মধ্যে বিভাজন তৈরি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে দূর্বল করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন।

এহেন বাস্তবতায় খাদ্য নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রম গতিশীল করার স্বার্থে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রত্যক্ষ সহযোগী ছাইফুল আলমসহ অন্যান্য ফ্যাসিষ্ট সরকারের সহযোগীদের অবিলম্বে অপসারণের দাবী জানান তিনি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫১ ভোর
যোহর ১২:০৮ দুপুর
আছর ০৪:২৮ বিকেল
মাগরিব ০৬:০৮ সন্ধ্যা
এশা ০৭:২৩ রাত

সোমবার ১৭ মার্চ ২০২৫