মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
ছবি সংগৃহীত
আসন্ন বর্ষার মৌসুমে এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতামূলক কার্যক্রমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসির) সঙ্গে সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ।
সোমবার (১৭ মার্চ) গুলশান ডিএনসিসি নগরভবনে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি ও করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, মশক নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। তাই জনসচেতনতা বৃদ্ধিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন গণপরিসরগুলোতে মশক নিধনের আধুনিক ফাঁদ স্থাপন করা হবে। আসন্ন বর্ষার মৌসুমে এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতামূলক কার্যক্রমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসির) সঙ্গে কাজ করবে সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক।
তিনি আরও বলেন, মশক নিধনে ডিএনসিসির ব্যবহৃত কীটনাশকগুলোর নিরপেক্ষ ল্যাবে কার্যকারিতা পরীক্ষা করা হবে।
গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম প্রমুখ।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)