সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১


জিগাতলা এলাকা ছেড়েছেন সাবেক বিডিআর সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৬ এপ্রিল ২০২৫, ১৭:১১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের সামনে অবস্থান নেওয়া পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের কর্মসূচি স্থগিত করেছেন। বিজিবি মহাপরিচালকের অনুপস্থিতিতে তার কার্যালয়ে স্মারকলিপি পৌঁছানো হয়েছে— এমন আশ্বাসে আজকের মতো পিলখানার ৪নং গেটের সামনে থেকে সরে যান তারা।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন কর্মসূচিতে আসা চাকরিচ্যুত বিডিআর সদস্য তারেক আজিজ।

তিনি বলেন, আমরা সশরীরে স্মারকলিপি দিতে চেয়েছিলাম। কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি। তবে স্মারকলিপি গ্রহণ করে তা ডিজি কার্যালয়ে পৌঁছানো হয়েছে বলে আশ্বস্ত করা হয়েছে। রমনার ডিসি মাসুদ আলম প্রায় পুরো সময়টা আমাদের সঙ্গে ছিলেন। তিনি এও জানিয়েছেন- বিজিবি মহাপরিচালক সদর দপ্তরের বাইরে রয়েছেন। তাই আমরা ফিরে যাচ্ছি। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পযর্ন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এর আগে ঘোষণা দিয়ে সকাল সাড়ে ১০টা থেকে ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত পাঁচ শতাধিক সাবেক বিডিআর সদস্য জিগাতলা ও এর আশপাশে অবস্থা নেন। এ কর্মসূচিকে ঘিরে পিলখানার সামনে জিগাতলা বিজিবি ৪নং গেট এলাকায় নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়। এ অবস্থান কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও মোতায়েন করা হয় সেনাবাহিনী ও বিজিবি সদস্য। দেখা গেছে রায়টকার ও জলকামানও।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩০ ভোর
যোহর ১২:০২ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:২০ সন্ধ্যা
এশা ৭:৩৩ রাত

সোমবার ৭ এপ্রিল ২০২৫