বৃহঃস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২


আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান, ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৩ জুলাই ২০২৫, ১৫:৪৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে দালাল চক্রের আটক ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে র‌্যাব-২ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-২ এর সিনির সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু জানান, সম্প্রতি প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণির অসাধু প্রতারক চক্র।

তিনি বলেন, সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেওয়া প্রার্থীদের পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি ৫ থেকে ৬ হাজার টাকায় ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য প্রলুব্ধ করে।

পাসপোর্ট প্রার্থীরা তাদের প্রতারণায় রাজি না হওয়া পর্যন্ত নানাভাবে বিরক্ত করতেই থাকে। অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়।

এসব ব্যাপারে কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও চক্রটি গণউপদ্রব চালাতে থাকে। সতর্কীকরণ পদক্ষেপের পরেও দালাল চক্রের উপদ্রবে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় র‌্যাব-২ নিয়মিত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

আজ বুধবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশ এলাকায় দালালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-২।

র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদের পরিচালনায় রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাসপোর্ট দালাল চক্রের ১৩ জন সদস্যকে গ্রেপ্তার করে। আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। ভবিষ্যতেও র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০০ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৪ বিকেল
মাগরিব ০৬.৫০ সন্ধ্যা
এশা ০৮:১০ রাত

বৃহঃস্পতিবার ২৪ জুলাই ২০২৫