বৃহঃস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২


গাজার ৩০০ এতিম শিশুর পড়াশোনার দায়িত্ব নিল টিম হাফেজ্জি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৩ জুলাই ২০২৫, ২১:৫৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে হিজরত করে মিসরের রাফা সীমান্তে আশ্রয় নেওয়া প্রায় ৩০০ এতিম ও আশ্রয়হীন শিশুর জীবনে ফিরল নতুন আলো।

দীর্ঘদিন অর্থাভাবে বন্ধ থাকা একটি শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করল হাফেজ্জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।

নিপীড়িত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই দায়িত্ব নেয় প্রতিষ্ঠানটি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে হাফেজ্জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের মহাপরিচালক মুহাম্মদ রাজ বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে পালিয়ে আসা এই শিশুদের কেউ বাবা হারিয়েছে, কেউ মা—কারো পুরো পরিবারই নিশ্চিহ্ন। এরা অনেকেই ইসলামী পরিবেশ তো দূরে থাক, জীবনের মৌলিক আশ্রয়টুকুও পায়নি।

তিনি আরো বলেন, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের জন্য পাঠদান শুরু হয়েছে। ৩০০ শিক্ষার্থীর জন্য একটি বড় ভবন ভাড়া করে ক্লাস চালু করা হয়েছে।

ফিলিস্তিনি সিলেবাস অনুসরণ করা হচ্ছে, যাতে তারা নিজেদের ইতিহাস ও পরিচয় না ভোলে। ইসলামিক স্টাডিজ এবং আত্মিক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দাতা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এই সংগঠনটি মিসর ও গাজার বিভিন্ন অঞ্চলে কাজ করছে। শুধু এই শিক্ষাপ্রতিষ্ঠানই নয়, গাজার ভেতরেও বাংলাদেশের শীর্ষ আলেমদের দিকনির্দেশনায় মানবিক কার্যক্রম চলছে নিরলসভাবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০০ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৪ বিকেল
মাগরিব ০৬.৫০ সন্ধ্যা
এশা ০৮:১০ রাত

বৃহঃস্পতিবার ২৪ জুলাই ২০২৫