শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২


গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৩০০ রোগী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৫ আগষ্ট ২০২৫, ০৫:৪৭

ছবি ‍সংগৃহিত

ছবি ‍সংগৃহিত

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসার।
জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রায় ৩০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে রাজধানীর রায়েরবাজার বেড়িবাঁধে অবস্থিত অলাভজনক প্রতিষ্ঠান বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল।

দিনব্যাপী আয়োজিত এ কার্যক্রমে অংশ নেন ১২ জন অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ এবং ৫০ জন দক্ষ চিকিৎসাকর্মী।

চিকিৎসাসেবার আওতায় ছিল চোখের পাওয়ার পরীক্ষা, চোখের চাপ (প্রেসার) নির্ণয়, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা, এবং অন্যান্য প্রয়োজনীয় চক্ষু পরীক্ষা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত কেরানীগঞ্জ, হাজারীবাগ, রায়েরবাজার, মোহাম্মদপুর ও ঢাকা উদ্যান এলাকার অতিদরিদ্র মানুষের জন্য এই আয়োজন করা হলেও সকল শ্রেণি-পেশার মানুষ এ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

বিশেষ চক্ষু চিকিৎসার পাশাপাশি বাছাইকৃত ৫০ জন ছানি রোগীর বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। এছাড়া নামমাত্র মূল্যে রোগীদের চশমা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার ছানি রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছে। কম খরচে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৯ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৫ বিকেল
মাগরিব ০৫:১৪ সন্ধ্যা
এশা ০৬:৩০ রাত

শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫