মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২
ছবি সংগৃহীত
বাণিজ্যের নানা দিক নিয়ে আলোচনার জন্য ভারতের বাণিজ্যমন্ত্রীকে চিঠি দেয়া হয়েছে। তবে এখনও দিল্লির সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
২০২৫-২৬ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
বাণিজ্য উপদেষ্টা জানালেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ আমদানির কথা ভাবছে সরকার। উন্মুক্ত করে দেয়া হবে আমদানিও।
অন্তর্বর্তী সরকার জাপান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করবে, এমন তথ্যও দেন শেখ বশিরউদ্দীন।
এদিকে, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আরও কমানো নিয়ে আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টিও ভাবা হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা দাবি করেন, ব্যবসা-বাণিজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রভাব নেই।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)