সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২


নির্যাতনের কারণে তালাক দেন স্ত্রী, আক্রোশে সৎ সন্তানকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৮ আগষ্ট ২০২৫, ১৫:০০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ঢাকার কেরাণীগঞ্জে সৎ ছেলে হত্যা মামলার ঘটনায় জড়িত অভিযোগে বাবা আজহারুল সরদারকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (১৭ আগস্ট) দিবাগত রাতে খুলনার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট মোড়ে অভিযান পরিচালনা করে আজহারুলকে গ্রেপ্তার করে র‍্যাব-১০ এর একটি দল।

স্ত্রী তালাক দেওয়ায় আক্রোশবশত ছেলেকে শ্বাসরোধে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেপ্তার আজহারুল সরদার।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, তফুরা খাতুন (৩৪) ও তার ছেলে রাকিবুল সরদার (১৪) ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। রাকিবুল স্থানীয় একটি এমব্রয়ডারি কারখানায় কর্মরত ছিলেন। তফুরা খাতুনের প্রথম স্বামী খায়রুল সরদার মারা গেলে তিনি দুই বছর আগে আজহারুল সরদারকে বিয়ে করেন। তবে বিয়ের পর নির্যাতনের শিকার হয়ে তিনি আদালতের মাধ্যমে আজহারুলকে ৩/৪ মাস আগে তালাক দেন।

এরপর থেকে আজহারুল তাকে নিয়মিত হুমকি দিয়ে আসছিল। গত ১৪ আগস্ট সকাল ৯টায় ছেলে রাকিবুল প্রতিদিনের মতো কাজে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরদিন গত ১৫ আগস্ট সকাল পর্যন্ত রাকিবুলের খোঁজ না পেয়ে ভিকটিমের মা তফুরা খাতুন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।

তফুরা খাতুন ছেলের খোঁজ জানতে চাইলে আসামি আজহারুল সঠিক তথ্য দেয়নি। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে আজহারুল জানায় যে, রাকিবুল তার সঙ্গে সাতক্ষীরায় আছে এবং তিনি তফুরা খাতুনের কাছ থেকে বিকাশের মাধ্যমে কিছু টাকা নেন।

গত ১৬ আগস্ট সকালে তফুরা খাতুন মোবাইল ফোনে জানতে পারেন যে, ছেলে রাকিবুলের মরদেহ আসামি আজহারুলের ভাড়া বাড়িতে রয়েছে। পরে থানা পুলিশ ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ১৬ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়দের সহায়তায় দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া পশ্চিমপাড়ায় আজহারুলের ভাড়াবাড়ি থেকে রাকিবুলের মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এঘটনায় ভুক্তভোগীর মা তফুরা খাতুন বাদী হয়ে গত ১৭ আগস্ট ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন (মামলা নং ৪৬)।

মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-১০ বরাবর একটি কাজ শুরু করে। পরে র‍্যাব-১০ এর একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর সহযোগিতায় রোববার রাতে খুলনায় অভিযান পরিচালনা করে আজহারুল সরদারকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১০ সিও মোহাম্মদ কামরুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আজহারুল জানায়, গত ১৪ আগস্ট দিবাগত রাতেই তার ভাড়াবাড়িতে রাকিবুলকে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহ গুমের চেষ্টা করে। স্ত্রীর তালাকে আক্রোশবশত সে এঘটনা ঘটায় বলে জানায়। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩৩ সন্ধ্যা
এশা ০৭:৪৯ রাত

সোমবার ১৮ আগস্ট ২০২৫