মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
আগামী নির্বাচনকে সামনে রেখে নিবার্চন কমিশনকে চার মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দিতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মঙ্গলবার (১৯ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাষ্ট্রদূতের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলে ছিলেন— বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের- ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্টিয়ান রিগার ব্রাউন, অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা বিষয়ক টিম লিডার এনরিকো লোরেনজন, ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির (ইপিডি) জ্যেষ্ঠ আন্তর্জাতিক পরামর্শক মাইকেল লিডাওয়ার, ইপিডির সিটিজেন ইলেকশন অবজারভার্স কম্পোনেন্ট প্রকল্প পরিচালক আনাস উইবাওয়া এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা বিষয়ক প্রোগ্রাম ম্যানেজার তানজা নাডার।
বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা বাংলাদেশকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেব। আমরা নির্বাচন পর্যবেক্ষণও করব। এদেশে জবাবদিহিমূলক, ফ্রি, ফেয়ার নির্বাচন হবে আশা করছি। আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ। সেজন্য দেশের নির্বাচনবিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বাড়াতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করতে চাই।
আজকের বৈঠক সম্পর্কে মাইকেল মিলার জানান, ইসির নির্বাচনি প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা, নতুন প্রকল্প নিয়ে সফল আলোচনা হয়েছে।
আগামীর জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে এরইমধ্যে ইউরোপীয় ইউনিয়ন প্রাথমিক প্রস্তুতি, নতুন প্রকল্পসহ বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষক টিম আসার কথা রয়েছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)