বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২


বুড়িগঙ্গার তীর দখলমুক্ত করতে যৌথ অভিযান, মোতায়েন হবে পুলিশ ফোর্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২০ আগষ্ট ২০২৫, ০৯:৩১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখলমুক্ত করতে ২০ ও ২১ আগস্ট দুই দিনের উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এই অভিযানে অংশ নেবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন মোবাইল কোর্ট এবং পর্যাপ্তসংখ্যক পুলিশ ফোর্স।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সই করা একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়, হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন নং ৩৫০৩/২০০৯ ও ১৩৯৮৯/২০১৬ এর আদেশ অনুযায়ী এই অভিযান পরিচালিত হচ্ছে। নির্দেশনা অনুযায়ী পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া বা কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ ও কাটুরাইল মৌজার নদীর তীরভূমি থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভরাট অপসারণ করা হবে।

এ জন্য ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্বও পালন করা হবে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বুড়িগঙ্গার তীরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দখল ও অবৈধ স্থাপনা নদীকে সংকুচিত করছে। পরিবেশ ও নৌ-নিরাপত্তার স্বার্থে নিয়মিত উচ্ছেদ কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। এবারের উচ্ছেদ কার্যক্রমে স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করবে।

এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপারের দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে, যাতে অভিযানের দিন পর্যাপ্তসংখ্যক পুলিশ ফোর্স ঘটনাস্থলে মোতায়েন রাখা যায়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩২ সন্ধ্যা
এশা ০৭:৪৮ রাত

বুধবার ২০ আগস্ট ২০২৫