রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২


যানজট কমাতে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৪ আগষ্ট ২০২৫, ১৬:৫৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

যানজট কমানো ও দ্রুত পণ্য পরিবহনের লক্ষ্য নিয়ে গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত ১৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) জয়দেবপুর–দেবগ্রাম–ভুলতা–মদনপুর সড়ককে (ঢাকা-বাইপাস) চার লেনে উন্নীত করার পিপিপি প্রকল্পের আওতায় এই সড়ক উদ্বোধন করেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, সড়কে বিদ্যমান অব্যবস্থাপনা দূর করতে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দর থেকে উত্তরবঙ্গগামী ট্রাক, ট্রেইলারসহ পণ্যবাহী যানবাহন রাজধানী অতিক্রম না করেই দ্রুত ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগে যেতে পারবে। এতে ঢাকা শহরের যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং একটি নির্ভরযোগ্য বিকল্প রুট তৈরি হবে।

উপদেষ্টা বলেন, যোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমন্বিত ট্রান্সপোর্ট প্ল্যান গ্রহণ করা হয়েছে। নিরাপদ ও সুশৃঙ্খল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সড়কের পাশাপাশি অন্যান্য পরিবহন মাধ্যম সক্রিয় করতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার, দুর্নীতি রোধ, নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং বাইরের ওপর নির্ভরতা কমাতে হবে।

ঢাকা-বাইপাস চার লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়ন করছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড— যা সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ (এসআরবিজি), শামীম এন্টারপ্রাইজ লিমিটেড (এসইএল) এবং ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডের যৌথ উদ্যোগে গঠিত। ২০১৮ সালের ৬ ডিসেম্বর পিপিপি চুক্তি স্বাক্ষরিত হয় এবং ২০২২ সালের ১৫ মে থেকে তা কার্যকর হয়। ২৫ বছরের এই চুক্তি কার্যকর থাকবে ২০৪৭ সালের ১৪ মে পর্যন্ত। প্রকল্পের নির্মাণকাজ ২০২৬ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান প্রমুখ।

ডিএস /সীমা

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৯ ভোর
যোহর ১২:০১ দুপুর
আছর ০৪:৩৪ বিকেল
মাগরিব ০৬.২৮ সন্ধ্যা
এশা ০৭:৪৩ রাত

রবিবার ২৪ আগস্ট ২০২৫