সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২


ইসির শুনানিতে বাগেরহাটের ৪ আসন বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৫ আগষ্ট ২০২৫, ১৪:০৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সংসদীয় সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের (ইসি) শুনানিতে বাগেরহাট জেলার চারটি আসন বহালের দাবি তুলেছেন জেলার প্রতিনিধিরা।

সোমবার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের শুনানিতে তারা এমন দাবি তুলেন। তাদের মতে, স্বাধীনতার পর থেকে বাগেরহাটে চারটি আসন ছিল। হঠাৎ করে একটি আসন কমিয়ে দেওয়ার প্রস্তাব জনস্বার্থবিরোধী ও অযৌক্তিক।

শুনানি শেষে বাগেরহাট-৩ আসনের প্রতিনিধি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু সাংবাদিকদের বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাগেরহাটে চারটি আসন। হঠাৎ করে ইসি বলছে, চারটি আসন থাকবে না। একটি আসন বাদ দেওয়া বাগেরহাটবাসী মানবে না। এটা অযৌক্তিক, আইন পরিপন্থি এবং বাস্তবসম্মত নয়। ইসির এ সিদ্ধান্ত জনস্বার্থের পরিপন্থি। আমরা চাই, বাগেরহাটের চারটি আসন—এক, দুই, তিন ও চার—আগের মতো বহাল থাকুক এবং জেলার জনগণ সেই চারটি আসনেই ভোটাধিকার প্রয়োগ করতে পারুক।

একই আসনের আরেক প্রতিনিধি ব্যারিস্টার মো. জাকির হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত এই নির্বাচন কমিশনের দায়িত্ব হলো জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। কিন্তু বাগেরহাটের একটি আসন কমিয়ে দিয়ে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এতে সংবিধানের ১১৮ অনুচ্ছেদ লঙ্ঘিত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা চাই কমিশন তাদের খসড়া প্রস্তাব ঠিক করে দিক। না হলে জনগণ আদালত বা আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। এতে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন বিঘ্নিত হতে পারে।

অন্যদিকে বাগেরহাট-৩ আসনের প্রতিনিধি হিসেবে শুনানিতে অংশ নেওয়া জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাল অভিযোগ করেন, তারা পর্যাপ্তভাবে বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। তিনি বলেন, গতকালও আমাদের কথা শোনার সুযোগ হয়নি, আজও হয়নি। মনে হচ্ছে নির্বাচন কমিশন শুধু একটি দলের জন্যই কাজ করছে। ভোটার সংখ্যা নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা মোটেও যৌক্তিক নয়।

শুনানিতে অংশ নেওয়া প্রতিনিধিরা কমিশনের কাছে দাবি জানান, বাগেরহাটের চারটি আসন পূর্বের মতো বহাল রাখা হোক। তাদের মতে, জনগণের অধিকার ও সাংবিধানিক দায়িত্ব পালনের স্বার্থেই এ দাবি মানা উচিত।

ডিএস /সীমা

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৯ ভোর
যোহর ১২:০১ দুপুর
আছর ০৪:৩৪ বিকেল
মাগরিব ০৬.২৭ সন্ধ্যা
এশা ০৭:৪২ রাত

সোমবার ২৫ আগস্ট ২০২৫