সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২


কার্গো হাউজে আগুন

দুদিন পর পরিচালককে প্রধান করে তদন্ত কমিটি করলো ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২০ অক্টোবর ২০২৫, ১৮:৩০

ফাইল ছবি

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা ভয়াবহ অগ্নিদুর্ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২০ অক্টোবর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাকি সদস্যরা হলেন- ফায়ার সার্ভিসের জোন-৩ এর উপসহকারী পরিচালক মো. আবদুল মন্নান, কুর্মিটোলা সিনিয়র স্টেশন অফিসার মো. নাহিদ মামুন, ঢাকা-১৯ এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. তোজাম্মেল হোসেন এবং কমিটির সদস্য সচিব করা হয়েছে ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।

গঠিত কমিটিকে অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শনপূর্বক অনুসন্ধান কার্যক্রম শুরু এবং আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তা সম্পন্ন করে নীতিমালা অনুসারে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩৩ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৪: ১২ বিকেল
মাগরিব ৫: ৫৫ সন্ধ্যা
এশা ০৭: ০৮ রাত

সোমবার ২০ অক্টোবর ২০২৫