মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২


জলবায়ু অর্থায়নে বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণ জরুরি : উপদেষ্টা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৮ অক্টোবর ২০২৫, ১৮:২৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু অর্থায়নে উন্নত দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি পূরণ করতেই হবে। না হলে জলবায়ু–ঝুঁকিপূর্ণ দেশগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত ‘রোড টু বেলেম কপ-৩০: পিপল লেড পলিসি–বাংলাদেশ পজিশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি শুধু অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। ‘অর্থ দিয়ে নদীভাঙন ঠেকানো, জীববৈচিত্র্য রক্ষা বা মানুষের জীবন ও নিরাপত্তা ফিরিয়ে আনা যায় না। উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রে পরিবেশ ও জলবায়ু ঝুঁকিকে রাখতে হবে,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা যদি এখনই আমাদের উন্নয়ন দর্শন ও সিদ্ধান্তে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে না পারি, ভবিষ্যৎ প্রজন্মকে এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হতে হবে। তখন অর্থনৈতিক প্রবৃদ্ধি আর মানবিক বা টেকসই থাকবে না।”

দেশীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপের ওপরও তিনি জোর দেন। তার ভাষায়, ‘শুধু আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিলেই হবে না; মাঠপর্যায়ে বাস্তব পদক্ষেপ নিতে হবে। বালু উত্তোলন বন্ধ, নদী রক্ষা, স্থানীয় প্রশাসনের সঙ্গে পরিবেশের পক্ষে কাজ করা–এসব জায়গাতেই প্রকৃত নেতৃত্বের প্রমাণ দিতে হবে।’

অনুষ্ঠানে অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক ড. এস. এম. মঞ্জুরুল হান্নান খান, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহরাব আলী, পরিচালক মির্জা শওকত আলী এবং সি৩ইআরের সহকারী পরিচালক রউফা খানম বক্তব্য দেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৫:২৩ - ৬:৩৮ ভোর
যোহর ১২:০৭ - ৩:৪৪ দুপুর
আছর ৩:৫৪ - ৫:২৬ বিকেল
মাগরিব ৫:৩১ - ৬:৪৫ সন্ধ্যা
এশা ৬:৫০ - ৫:১৮ রাত

মঙ্গলবার ১৩ জানুয়ারী ২০২৬