শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২


মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর: ভ্যাট প্রত্যাহার করল সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১১ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৯

ফাইল ছবি

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার মেট্রোরেলের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার এবং খেজুরের আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তগুলো প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় নেওয়া হয়।
 
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর, ২০২৫) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।
 
মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
 
সরকার মেট্রোরেলের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করেছে। এর ফলে সরকারের প্রায় ৪০ কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে। ঢাকার গণপরিবহনে মেট্রোরেলের যুগান্তকারী ভূমিকা এবং সাধারণ মানুষের যাতায়াত সাশ্রয়ী ও জনপ্রিয় করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
খেজুরের আমদানি শুল্ক হ্রাস
 
আসন্ন রমজান মাসকে সামনে রেখে খেজুরের ওপর থেকে শুল্ক কমানো হয়েছে। আগে খেজুর আমদানিতে মোট করের ঘটনা (tax incidence) ছিল প্রায় ৫২%, যা বর্তমানে কমিয়ে ৪০% এর মতো করা হয়েছে। কাস্টমস ডিউটি (CD) ২৫% থেকে কমিয়ে ১৫% করা হয়েছে। রোজার মাসে সাধারণ মানুষের ইফতারিতে খেজুরের চাহিদা মেটাতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
 
অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
 
এছাড়াও উপদেষ্টা পরিষদের সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে:
  • বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫: এই খসড়াটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। প্রেস সচিব জানান, বাংলাদেশের এনসি গ্র্যাজুয়েশনের (NC graduation) ক্ষেত্রে বাণিজ্যিক আদালতের এই আইনটি খুবই গুরুত্বপূর্ণ হবে।
  • এমেন্ডমেন্ট অর্ডিন্স ২০২৫: এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে।
  • আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫: এই খসড়াটিও অনুমোদন করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৫:০৭ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৩: ৩৬ বিকেল
মাগরিব ৫:১৫ সন্ধ্যা
এশা ০৬: ৩৩ রাত

শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫