বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
ফাইল ছবি
রাজধানীর ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার হওয়া জান্নাতারা রুমী (৩০) নামে সেই নারী নেত্রীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রুমি এনসিপির ধানমন্ডি থানা (ঢাকা মহানগর দক্ষিণ) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল পৌনে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়না তদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজের বিভাগের ফরেনসিক মেডিসিন বিভাগের লেকচারার ডা. আইসা পারভিন।
জান্নাতারা রুমির বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা থানার নজিরপুর গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। বর্তমানে হাজারীবাগ থানার জিগাতলা এলাকার ২৫/৭১ এক বাসায় ভাড়া থাকতেন। তিনি গণস্বাস্থ্য থেকে নার্সিং পাস করেছিলেন। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
জান্নাতারা রুমীর চাচাতো ভাই মেহেদী হাসান বলেন, আমার চাচাতো বোন রুমীর ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে তার মরদেহ ময়নাতদন্ত শেষে আমাদের কাছে হস্তান্তর করে পুলিশ। আমরা তার মরদেহ নিয়ে নওগাঁ জেলার পত্নী থানা এলাকার দিকে যাচ্ছি।
সুরতহাল প্রতিবেদনকারী হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) কামরুজ্জামান বলেন, আমরা তার চাচাতো ভাই মেহেদী হাসানের কাছে জান্নতারা রুমীর মরদেহ হস্তান্তর করেছি।
এর আগে সকালে রুমীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)