বৃহঃস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২


তারিখ পরিবর্তন

বাণিজ্য মেলার শাটল সার্ভিস শুরু ৩ জানুয়ারি থেকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১ জানুয়ারী ২০২৬, ১৬:৪১

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের সাধারণ ছুটি ঘোষণার কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান ১ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

ফলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিআরটিসি শাটল বাস সার্ভিস আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। এর আগে গত ৩০ ডিসেম্বর বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, ৩০তম এই মেলা উপলক্ষ্যে আগামী ১ জানুয়ারি থেকে এই শাটল বাস সার্ভিস চালু হচ্ছে। তবে সরকার থেকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করার পর মেলা উদ্বোধনের তারিখ পিছিয়ে ৩ জানুয়ারি করা হয়।

বার্তায় বলা হয়, বাণিজ্য মেলায় যাতায়াতকারী যাত্রী সাধারণের যাত্রাকে সহজ করতে এবার অনলাইন ও অফলাইন দুইভাবেই টিকিট সংগ্রহ করার সুযোগ রাখা হয়েছে। নির্দিষ্ট কাউন্টারের পাশাপাশি বিআরটিসির ওয়েবসাইট থেকেও অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। অনলাইনে টিকিট প্রাপ্তির ঠিকানা : www.brtc.gov.bd। ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন রুট থেকে বিআরটিসি ওই শাটল বাস সার্ভিস মেলা সমাপনী দিন পর্যন্ত চলবে।

বিরতি স্থান (স্টপেজ) : বাণিজ্য মেলার উদ্দেশ্যে কুড়িল, ফার্মগেট (খেজুরবাগান)/ খামারবাড়ী), চাষাড়া (নারায়ণগঞ্জ), নরসিংদী ও গাজীপুর (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) থেকে প্রতিদিন সকাল ৮টায় বিআরটিসির শাটল বাস চলাচল শুরু হবে। মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ ট্রিপ ছেড়ে আসবে রাত ১১টায়।

ভাড়া : কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ ৪০ টাকা, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে মেলা প্রাঙ্গণ ৭০ টাকা, সাইনবোর্ড থেকে মেলা প্রাঙ্গণ ১০০ টাকা, চাষাড়া (নারায়ণগঞ্জ) থেকে মেলা প্রাঙ্গণ ১২০ টাকা, নরসিংদী থেকে মেলা প্রাঙ্গণ ১০০ টাকা এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে হয়ে) মেলা প্রাঙ্গণ ৭৫ টাকা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:১১ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৩:৩৮ বিকেল
মাগরিব ০৫:১৭ সন্ধ্যা
এশা ০৬:৩৪ রাত

বৃহঃস্পতিবার ১ জানুয়ারী ২০২৬