বৃহঃস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১
টার্গেট করা রিকশাচালকদের চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনিয়ে নেওয়া চক্রের ৪ জনকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ। শাহ আলম মিয়া নামে এক রিকশা চালকের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান পায় পুলিশ।
আজ রবিবার দুপুরে মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ডিএমপির মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান। এসময় তিনি রিকশাচালকদের যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের চা বা শরবত পান করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
ডিসি হায়াতুল জানান, ছিনতাইকারীরা তিনজনের একটি দল। নতুন রিকশা টার্গেট করে তারা যাত্রী সেজে সেই রিকশায় ঘোরাফেরা করতো। তারপর সুযোগ বুঝে চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে রিকশাচালককে খাইয়ে রিকশা ছিনিয়ে নিতো।
পুলিশ জানায়, গত ১ বছরে এ চক্র এভাবে শতাধিক চুরির করেছে। চোরাই রিকশা তারা নারায়ণগঞ্জ ও মিরপুরে বিক্রি করতো।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)