বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় কেউ গুরুতর আহত হয়নি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ মে ২০২৪, ১৬:২৮

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

কিরগিজস্তানে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে কোনো বাংলাদেশি গুরুতর আহত হওয়ার তথ্য সরকার পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১৯ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘রোহিঙ্গা সংকট’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিরগিস্তানে বিদেশি ছাত্র বিশেষ করে বাংলাদেশি ছাত্রদের ওপর হামলা হয়েছে। কিন্তু কেউ গুরুতরভাবে আহত হয়েছে বলে আমাদের কাছে কোনো তথ্য আসেনি। আমরা ইতোমধ্যে কিরগিজস্তানে আমাদের গভীর উদ্বেগ জানিয়েছি। কিরগিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

কিরগিস্তানে বাংলাদেশের কোনো মিশন নাই। উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সমদূরবর্তী দায়িত্বের অংশ হিসেবে কিরগিস্তানের দেখভাল করেন। উজবেকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামকে কিরগিস্তানে যেতে বলা হয়েছে বলেও জানান হাছান মাহমুদ।

তিনি বলেন, কিরগিস্তানে আমাদের রাষ্ট্রদূত নাই। উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে। সেখানে (কিরগিস্তানে) আমরা তাকে যেতে বলেছি। কোনো বাংলাদেশি ছাত্র গুরুতরভাবে আহত হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। তবে হামলা হয়েছে।

তাসখন্দের বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, কিরগিস্তানে প্রায় হাজারখানেক বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত অবস্থায় আছে। এদের বেশিরভাগ মেডিকেল শিক্ষার্থী।

গত ১৩ মে থেকে কিরগিজের রাজধানী বিসেকে বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। এর ধারবাহিকতায় গত শুক্রবার কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলে হামলা করে কিছু ব্যক্তি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০৩ সন্ধ্যা
এশা ০৭:১৬ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪