রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১


দুই এমপিকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৭ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৭

ধীরেন্দ্রনাথ শম্ভু ও আ ক ম বাহাউদ্দিন বাহার। ফাইল ছবি

ধীরেন্দ্রনাথ শম্ভু ও আ ক ম বাহাউদ্দিন বাহার। ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহারকে ১ লাখ টাকা এবং বরগুনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে শুনানি শেষে তাদের এ জরিমানা করা হয়।

এর আগে, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থিতা কেন বাতিল হবে না, সেই ব্যাখ্যা দিতে বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে নির্বাচন কমিশনে হাজির হন আ ক ম বাহাউদ্দীন বাহার। আর একই কারণে বিকেল ৩ টা ৪৫ মিনিটে ইসির তলবের জবাব দিতে ইসিতে হাজির হন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আ ক ম বাহাউদ্দীন বাহার ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এদিন হাজির হয়ে ইসি কর্মকর্তাদের কাছে তাদের ব্যাখ্যা তুলে ধরেন। পরে তাদের জরিমানা করা হয়।

এর আগে, আচরণবিধি ভঙ্গের দায়ে সোমবার (২৫ ডিসেম্বর) কুমিল্লা-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে তলব করে চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

রবিবার ২৪ নভেম্বর ২০২৪