বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


জেলা প্রশাসকের ট্রেজারার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৩০ মে ২০২৪, ১৪:৩২

ফাইল ছবি

ফাইল ছবি

সোয়া দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩০ মে) দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. রাসেল রনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আল মাসুদ করিম সরকারি কর্মচারী হয়ে অপরাধজনক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৯০৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন।

অন্যদিকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪১ লাখ ৬৭ হাজার ৮৩২ টাকার সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। আর তার স্ত্রী আসামি খাদিজা আক্তারের নামে ২২ লাখ ৭ হাজার ১৫৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে।

সূত্র আরও জানায়, আসামি মোহাম্মদ আল মাসুদ করিম তার নিজের ও স্ত্রীর নামে ২ কোটি ২৪ লাখ ৬৮ হাজার ৩৫৭ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। যার মধ্যে গোপন করা সম্পদের পরিমাণ পাওয়া যায় ৪১ লাখ ৬৭ হাজার ৮৩২ টাকা। তার স্ত্রী খাদিজা আক্তার মূলত একজন গৃহিণী। তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও ব্যবসায়ের সপক্ষে রেকর্ডপত্র দিতে ব্যর্থ হন।

তার ব্যবসার অবস্থান হিসেবে তিনি তার শ্বশুর বাড়ির ঠিকানা উল্লেখ করলেও সরেজমিন পরিদর্শনের সময় ব্যবসায়িক কার্যক্রম দেখা যায়নি। এছাড়া বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে খাদিজা আক্তারের নামে দুটি যানবাহন রেজিস্ট্রেশনের তথ্য পাওয়া যায়। যাচাইয়ের সময় গাড়ির মূল্য জানতে পারিনি, যা তদন্তের সময়ে দেখবে দুদক।

আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারাসহ দণ্ডবিধি, ১৮৬০ এর ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০৩ সন্ধ্যা
এশা ০৭:১৬ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪