সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১


স্ত্রীসহ বিআইডাব্লিউটিএ’র সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২ জুলাই ২০২৪, ১৮:২৩

ফাইল ছবি

ফাইল ছবি

বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিআইডাব্লিউটিএ’র সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত এডিশনাল আইজিপি ড. শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (০২ জুলাই) চার্জশিটটি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা।

দুদকের তথ্য বলছে, এই দম্পতির ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এক হাজার ২৭ শতক জমি আছে তাদের নামে। দলিলে এসব জমির দাম ৭০ কোটি টাকা দেখানো হলেও আদতে বাজারদর প্রায় ৫০০ কোটি টাকার বেশি হবে।

গত ১৮ মার্চ আদালত সাবেক পুলিশ কর্মকর্তার এসব সম্পত্তি জব্দ করার আদেশ দেয়। পরদিন তিনি উচ্চ আদালতে আপিল করলে সেই আদেশ স্থগিত হয়ে যায়।

এছাড়া রাজধানীর গুলশানে অন্তত ২০০ কোটি টাকা দামের সরকারি জমি ও বাড়ি নিজের করে নিতে নানা ধরনের চেষ্টা চালাচ্ছেন তিনি।

এর আগে ২০১৯ সালে শামসুদ্দোহা দম্পত্তির বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

সোমবার ২৫ নভেম্বর ২০২৪