শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১


স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৬ জুলাই ২০২৪, ২০:৪১

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। নারী প্রকৌশলীরা স্মার্ট বাংলাদেশ গড়ায় পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন।

শনিবার (৬ জুলাই) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কর্তৃক আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইইবি প্রেসিডেন্ট মো. আবদুস সবুর বলেন, নারীর সক্ষমতা অর্জন করতে নারীদেরই এগিয়ে আসতে হবে। সমাজ শুধু সহযোগিতা করতে পারে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীর ক্ষমতায়নের কোনো বিকল্প নেই৷ শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যেই স্মার্ট বাংলাদেশ গঠিত হবে। যা বিশ্বে উদাহরণ হবে। নারী শিক্ষা ও নারী উদ্যোক্তা তৈরিতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

এদিন আইইবির সাধারণ সম্পাদক এস. এম. মঞ্জুরুল হক মঞ্জু বলেন, নারী প্রকৌশলীরা স্মার্ট বাংলাদেশ গড়ায় পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন। আইইবি ৭৬ বছরের অভিজ্ঞতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে নারী প্রকৌশলীদের পাশে থাকবে।

আইইবির নারী প্রকৌশলী চ্যাপ্টারের প্রকৌশলী নাঈমা নাজনীন নাজের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন, আইইবির ভাইস প্রেসিডেন্ট মো. শাহাদাৎ হোসেন শীবলু, মো. নুরুজ্জামান, খন্দকার মঞ্জুর মোর্শেদ, কাজী খায়রুল বাশারসহ অনেকে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০২ সন্ধ্যা
এশা ০৭:১৫ রাত

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪