বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


কোটাবিরোধী আন্দোলন : বৃষ্টির মধ্যেই সাইন্সল্যাবে প্রস্তুত পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১১ জুলাই ২০২৪, ১৬:৩০

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কোটা নিয়ে আদালতের আদেশের পরও আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা নেবে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিনের এমন বক্তব্যের পর বৃষ্টির মধ্যে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশের বাড়তি উপস্থিতি দেখা গেছে। এই স্পটেই গত তিনদিন ধরে কোটা বাতিলের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৩টায়ও একদফা দাবিতে সড়ক অবরোধের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন তারা। যদিও বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সাইন্সল্যাব মোড়ে আন্দোলনকারীদের কাউকেই দেখা যায়নি।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সাইন্সল্যাব মোড়ের পুলিশ বক্স এবং ঢাকা সিটি কলেজের সামনে ডিএমপির পুলিশ সদস্যদের কয়েকটি দল অবস্থান করছেন। যদিও বাড়তি পুলিশের উপস্থিতির বিষয়ে উপস্থিত কোনো পুলিশ কর্মকর্তাই মন্তব্য করতে রাজি হননি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার সমন্বায়ক নাজমুল হাসান বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী সাইন্সল্যাব মোড়েই কোটাবিরোধী আন্দোলন অনুষ্ঠিত হবে। বৃষ্টির কারণে কিছুটা দেরি হচ্ছে। আমাদের আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে। ছাত্রসমাজ অন্যায় কোনো আবেদন করেনি। যুগের পর যুগ আমাদেরকে ঠকানো হয়েছে। তাই এই মুহূর্তে সারা বাংলাদেশের সব সাধারণ ছাত্রদের দাবি অনুযায়ী আইন পাস করে কোটা বাতিল করতে হবে। অথবা যদি কোটা রাখতেই হয় তাহলে সর্বোচ্চ সবমিলিয়ে ৫ শতাংশ কোটা রাখা যাবে। এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত ৭ জুলাই থেকে বাংলা ব্লকেড নামে এই কর্মসূচি শুরু হয়। প্রথম দু-দিন অর্ধদিবস অবরোধ চলার পর মঙ্গলবার একদিন বিরতি দিয়ে গতকাল বুধবার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলে। এরপর আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টা থেকে এই কর্মসূচি ফের শুরু হয়েছে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০২ সন্ধ্যা
এশা ০৭:১৫ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪